দখলদার ইসরায়েলি বাহিনী অত্যন্ত নির্লজ্জভাবে একটি হাসপাতালকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে
ফিলিস্তিনের হাসপাতালে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জামায়াতের
- আপডেট সময় ০৮:৩৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
- / ২৩২ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের একটি হাসপাতালে বর্বর ইসরায়েলি বাহিনীর হামলায় রোগী, শিশু ও নার্সহ পাঁচ শতাধিক লোক নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনি জনগণের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলের ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বুধবার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে বলেন, ১৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের একটি হাসপাতালে বর্বর ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় পাঁচ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইতোপূর্বে হাসপাতালের বোমা নিক্ষেপ করে এত বেশি রোগী নিহত হওয়ার ঘটনা আমাদের জানা নেই। সারা বিশ্ব এই ঘটনায় স্তম্ভিত। সেখানে আহত হয়েছেন আরও কয়েক হাজার নিরীহ মানুষ। সেখানকার একটি স্কুলেও বাড়ি-ঘর ছেড়ে আসা কয়েক হাজার লোক আশ্রয় নিয়েছিল। সেখানেও আক্রমণ করা হয়েছে। এমনকি তাদের হাত থেকে অসহায় নারী-শিশু-বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছে না। নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে। আমরা দখলদার ইসরায়েলি বাহিনীর এই কাপুরুষোচিত বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, দখলদার ইসরায়েলি বাহিনী অত্যন্ত নির্লজ্জভাবে একটি হাসপাতালকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে। এ হামলার মাধ্যমে তারা মূলত যুদ্ধের সমস্ত আন্তর্জাতিক আইন সুস্পষ্টভাবে লঙ্ঘন করছে। এটি মানবতার প্রতি জঘন্য বিশ্বাসঘাতকতা, গণহত্যামূলক সন্ত্রাসবাদ ও মারাত্মক মানবতাবিরোধী ঘৃণ্য অপরাধ। অবিলম্বে স্বাধীনতাকামী ফিলিস্তিনি জনগণের ওপর হামলা বন্ধ, ফিলিস্তিনি সমস্যার স্থায়ী সমাধান এবং আক্রান্ত ফিলিস্তিনি জনগণকে দ্রুত খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় চিকিৎসার সহায়তা প্রদানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা জাতিসংঘ, ওআইসি, আন্তর্জাতিক বিশ্ব ও বিশ্বের সকল গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে মজলুম ফিলিস্তিন ও গাজাবাসীদের পাশে সারা দুনিয়ার মানবতাবাদী সকল সংগঠন ও রাষ্ট্রসমূহকে সাহায্যের হাত নিয়ে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছি।
মুজিবুর রহমান বলেন, ফিলিস্তিনের মহান স্বাধীনতা আন্দোলনে যারা অকাতরে জীবন দিচ্ছেন আমরা মহান আল্লাহ তায়ালার কাছে তাদের শাহাদাতের কবুলিয়াত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি, আমিন। সেইসঙ্গে আহতদের প্রতি এবং নিহত ও আহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।