ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশের ধাওয়ায় আ. লীগ নেতারা প্রধান বিচারপতির বাসভবনে ঢুকে ভাঙচুর

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৩৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
  • / ৩৫৩ বার পড়া হয়েছে

পুলিশের ধাওয়ায় প্রধান বিচারপতির বাসভবনে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ নেতারা। শনিবার (২৮ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে এই ঘটনা ঘটে।

কাকরাইল মোড় থেকে কালবেলা প্রতিবেদক জানান, দুপুরের দিকে প্রথমে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ শুরু হয়। কাকরাইল এলাকায় এই সংঘর্ষ এখনও চলছে।

সংঘর্ষ চলাকালে একদল লোক প্রধান বিচারপতির হেয়ার রোডের বাসভবনের মূল ফটক ভেঙে ভেতরে ঢুকে যায়। এ সময় তারা বাসভবনের দিকে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। দুপুর ১টা ২০ মিনিটে শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মিছিল মগবাজার থেকে কাকরাইলের দিকে যাওয়ার সময় দুইটি নীল পিকআপ-গাড়ি আটকে ভাঙচুর চালিয়ে পালিয়ে যায়।

একই সময়ে কাকরাইল মোড়ে বৈশাখী পরিবহনের একটি বাস ভাঙচুর করা হয়েছে। তবে কে বা কারা বাসটিতে ভাঙচুর করেছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। ভাঙচুরের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তিকে আটক করে তারা।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির নাম পরিচয় তারা এখনো নিশ্চিত করতে পারেনি। এ ছাড়া কোন দলের লোকজন এই গাড়িটিতে ভাঙচুর করেছে তা তারা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। তবে মিছিলটি বিএনপির ছিল। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর এসব তথ্য জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

পুলিশের ধাওয়ায় আ. লীগ নেতারা প্রধান বিচারপতির বাসভবনে ঢুকে ভাঙচুর

আপডেট সময় ০২:৩৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩

পুলিশের ধাওয়ায় প্রধান বিচারপতির বাসভবনে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ নেতারা। শনিবার (২৮ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে এই ঘটনা ঘটে।

কাকরাইল মোড় থেকে কালবেলা প্রতিবেদক জানান, দুপুরের দিকে প্রথমে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ শুরু হয়। কাকরাইল এলাকায় এই সংঘর্ষ এখনও চলছে।

সংঘর্ষ চলাকালে একদল লোক প্রধান বিচারপতির হেয়ার রোডের বাসভবনের মূল ফটক ভেঙে ভেতরে ঢুকে যায়। এ সময় তারা বাসভবনের দিকে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। দুপুর ১টা ২০ মিনিটে শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মিছিল মগবাজার থেকে কাকরাইলের দিকে যাওয়ার সময় দুইটি নীল পিকআপ-গাড়ি আটকে ভাঙচুর চালিয়ে পালিয়ে যায়।

একই সময়ে কাকরাইল মোড়ে বৈশাখী পরিবহনের একটি বাস ভাঙচুর করা হয়েছে। তবে কে বা কারা বাসটিতে ভাঙচুর করেছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। ভাঙচুরের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তিকে আটক করে তারা।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির নাম পরিচয় তারা এখনো নিশ্চিত করতে পারেনি। এ ছাড়া কোন দলের লোকজন এই গাড়িটিতে ভাঙচুর করেছে তা তারা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। তবে মিছিলটি বিএনপির ছিল। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর এসব তথ্য জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।