ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বরিশাল মহানগর জামায়াত আমিরসহ গ্রেপ্তার ৭

নিউজ ডেস্ক:-
  • আপডেট সময় ১১:১৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
  • / ২৫৪ বার পড়া হয়েছে

বরিশাল মহানগর জামায়াতের আমিরসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। এদের মধ্যে জামায়াত, শিবির ছাড়াও বিএনপি ও ছাত্রদল নেতাকর্মী রয়েছে। তবে দুদিনে জামায়াতের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এমন বিষয়টি অস্বীকার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। পুলিশের দাবি, জামায়াতের দুজনকে আটক করা হয়েছে।

আটককৃত জামায়াত নেতারা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর শাখার আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহা. বাবর। তিনি মহানগরের আমির ছাড়াও কেন্দ্রীয় জামায়াতের কর্মপরিষদের সদস্য। এ ছাড়া অপরজনের নাম সাইফুল আলম।

বিএনপির আটককৃতরা হলেন- আবু জাফর, মো. সোহেল, রুবেল খান, মিঠু খান এবং ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক তুষার। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের একাধিক টিমের অভিযান চলছিল বলে জানিয়েছেন মডেল থানার ওসি আনোয়ার হোসেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার বিকেলে জাহির উদ্দিন মুহা. বাবরকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ ছাড়াও নগরীর বিভিন্ন স্থান থেকে আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

রাত ৮টার দিকে কোতোয়ালি মডেল থানার দায়িত্বরত ডিউটি অফিসার জানিয়েছেন, ‘জামায়াত-বিএনপির ৮-১০ জনের মতো লোককে থানায় ধরে আনা হয়েছে। আমার ডিউটি হস্তান্তরের সময় বিধায় আটককৃতদের নাম-পরিচয় জানতে পারিনি।’

তবে কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন, ‘মহানগর জামায়াতের আমিরসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিএনপি ও ছাত্রদলের আরও পাঁচজনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পূর্বে নাশকতার মামলা রয়েছে। পূর্বের মামলায় তাদের আদালতে সোপর্দ করা হবে।’

অপরদিকে, অভিযানের নেতৃত্ব দেওয়া কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক আরাফাত হাসান জানিয়েছেন, ‘এখন পর্যন্ত দুজন জামায়াত নেতাকে আটক করা হয়েছে। এ ছাড়া ছাত্রদল নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে।’

জামায়াতের একাধিক ব্যক্তিকে আটকের বিষয়ে তিনি বলেন, ‘একাধিক ব্যক্তিকে ধরে আনলেই যে তাকে আটক দেখানো হবে তা ঠিক নয়। আমরা যাচাই বাছাই করছি, যাদের পদ-পদবি নেই, যারা জামায়াতের সঙ্গে জড়িত নয়, তারা তো এমনিতেই ছাড়া পাবে।’

নিউজটি শেয়ার করুন

বরিশাল মহানগর জামায়াত আমিরসহ গ্রেপ্তার ৭

আপডেট সময় ১১:১৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩

বরিশাল মহানগর জামায়াতের আমিরসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। এদের মধ্যে জামায়াত, শিবির ছাড়াও বিএনপি ও ছাত্রদল নেতাকর্মী রয়েছে। তবে দুদিনে জামায়াতের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এমন বিষয়টি অস্বীকার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। পুলিশের দাবি, জামায়াতের দুজনকে আটক করা হয়েছে।

আটককৃত জামায়াত নেতারা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর শাখার আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহা. বাবর। তিনি মহানগরের আমির ছাড়াও কেন্দ্রীয় জামায়াতের কর্মপরিষদের সদস্য। এ ছাড়া অপরজনের নাম সাইফুল আলম।

বিএনপির আটককৃতরা হলেন- আবু জাফর, মো. সোহেল, রুবেল খান, মিঠু খান এবং ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক তুষার। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের একাধিক টিমের অভিযান চলছিল বলে জানিয়েছেন মডেল থানার ওসি আনোয়ার হোসেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার বিকেলে জাহির উদ্দিন মুহা. বাবরকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ ছাড়াও নগরীর বিভিন্ন স্থান থেকে আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

রাত ৮টার দিকে কোতোয়ালি মডেল থানার দায়িত্বরত ডিউটি অফিসার জানিয়েছেন, ‘জামায়াত-বিএনপির ৮-১০ জনের মতো লোককে থানায় ধরে আনা হয়েছে। আমার ডিউটি হস্তান্তরের সময় বিধায় আটককৃতদের নাম-পরিচয় জানতে পারিনি।’

তবে কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন, ‘মহানগর জামায়াতের আমিরসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিএনপি ও ছাত্রদলের আরও পাঁচজনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পূর্বে নাশকতার মামলা রয়েছে। পূর্বের মামলায় তাদের আদালতে সোপর্দ করা হবে।’

অপরদিকে, অভিযানের নেতৃত্ব দেওয়া কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক আরাফাত হাসান জানিয়েছেন, ‘এখন পর্যন্ত দুজন জামায়াত নেতাকে আটক করা হয়েছে। এ ছাড়া ছাত্রদল নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে।’

জামায়াতের একাধিক ব্যক্তিকে আটকের বিষয়ে তিনি বলেন, ‘একাধিক ব্যক্তিকে ধরে আনলেই যে তাকে আটক দেখানো হবে তা ঠিক নয়। আমরা যাচাই বাছাই করছি, যাদের পদ-পদবি নেই, যারা জামায়াতের সঙ্গে জড়িত নয়, তারা তো এমনিতেই ছাড়া পাবে।’