ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহী ও ফেনীর তিন ভোটকেন্দ্রে আগুন

নিউজ ডেস্ক:-
  • আপডেট সময় ০৩:০৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
  • / ২৬৪ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণের দুদিন আগে রাজশাহীর বাগমারা ও বাঘা উপজেলার দুটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) মধ্যরাতে এসব কেন্দ্রে আগুনের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও পুড়ে ছাই হয়ে গেছে ভোটকেন্দ্রের ভেতরে থাকা আসবাবপত্র।

শুক্রবার (৫ জানুয়ারি) সকালে বণিক বার্তা প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও জেলা পুলিশের মুখপাত্র মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন, বৃহস্পতিবার (৪ জানুয়ারি) মধ্যরাতের কোনো একসময় বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের জিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের গনিপুর আক্কেলপুর উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ অগ্নিকাণ্ডের ঘটনায় বাঘার বিদ্যালয়টিতে ১৫টি চেয়ার, টেবিল ও আলমারিসহ ঘরের অন্যান্য আসবাবপত্র পুড়েছে। অপরদিকে, বাগমারার বিদ্যালয়ে বেশকিছু বইপুস্তক ও আসবাবপত্র পুড়েছে। তবে বাগমারার ওই স্কুলের পেছন থেকে দুটি ককটেলও উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ফেনীতে একটি ভোট কেন্দ্রে আগুন দেয়ার পরের ছবি

ফেনীর ভোট কেন্দ্রে আগুন
এদিকে ফেনীর সোনাগাজীতে একটি ভোটকেন্দ্রে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নির্বাচন বিরোধী জোট অথবা স্কুল ম্যানেজিং কমিটির দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে মনে করছেন স্থানীয়রা।

পুলিশ এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৬ টার দিকে চরসাহাভিকারী উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে আগুন দেখতে পায় স্থানীয়রা। তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় স্কুলের শিক্ষক মিলনায়তনের কক্ষের আলমারিতে থাকা ডকুমেন্ট, চেয়ার—টেবিল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সকালে সোনাগাজী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান এবং সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

রাজশাহী ও ফেনীর তিন ভোটকেন্দ্রে আগুন

আপডেট সময় ০৩:০৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪

দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণের দুদিন আগে রাজশাহীর বাগমারা ও বাঘা উপজেলার দুটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) মধ্যরাতে এসব কেন্দ্রে আগুনের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও পুড়ে ছাই হয়ে গেছে ভোটকেন্দ্রের ভেতরে থাকা আসবাবপত্র।

শুক্রবার (৫ জানুয়ারি) সকালে বণিক বার্তা প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও জেলা পুলিশের মুখপাত্র মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন, বৃহস্পতিবার (৪ জানুয়ারি) মধ্যরাতের কোনো একসময় বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের জিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের গনিপুর আক্কেলপুর উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ অগ্নিকাণ্ডের ঘটনায় বাঘার বিদ্যালয়টিতে ১৫টি চেয়ার, টেবিল ও আলমারিসহ ঘরের অন্যান্য আসবাবপত্র পুড়েছে। অপরদিকে, বাগমারার বিদ্যালয়ে বেশকিছু বইপুস্তক ও আসবাবপত্র পুড়েছে। তবে বাগমারার ওই স্কুলের পেছন থেকে দুটি ককটেলও উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ফেনীতে একটি ভোট কেন্দ্রে আগুন দেয়ার পরের ছবি

ফেনীর ভোট কেন্দ্রে আগুন
এদিকে ফেনীর সোনাগাজীতে একটি ভোটকেন্দ্রে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নির্বাচন বিরোধী জোট অথবা স্কুল ম্যানেজিং কমিটির দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে মনে করছেন স্থানীয়রা।

পুলিশ এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৬ টার দিকে চরসাহাভিকারী উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে আগুন দেখতে পায় স্থানীয়রা। তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় স্কুলের শিক্ষক মিলনায়তনের কক্ষের আলমারিতে থাকা ডকুমেন্ট, চেয়ার—টেবিল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সকালে সোনাগাজী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান এবং সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় ঘটনাস্থল পরিদর্শন করেন।