টঙ্গীতে ৬ বুথে তিন ঘণ্টায় ৪৫ ভোট, রোদ পোহাচ্ছেন এজেন্ট-কর্মকর্তারা

নিউজ ডেস্ক:-
- আপডেট সময় ০২:১০:২৪ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
- / ২৪৪ বার পড়া হয়েছে
গাজীপুর-২ আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে। রোববার সকালে বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটার উপস্থিতি একেবারেই কম লক্ষ্য গেছে।
বেলা ১১ টায় মহানগরীর টঙ্গীর সফিউদ্দিন সরকার স্কুল ও কলেজ কেন্দ্রে সরেজমিনে দেখা গেছে, ভোটার উপস্থিতি একেবারেই কম। এখানকার ৬ টি বুথে মাত্র ৪৫ টি ভোট পড়েছে ৩ ঘণ্টায়।
কেন্দ্রে ভোটার না আসায় অলস সময় কাটাচ্ছেন পোলিং এজেন্ট, নির্বাচনি কর্মকর্তা ও পুলিশ সদস্যরা। তারা অনেকেই স্কুল মাঠে চেয়ারে বসে রোদ পোহাচ্ছেন। অনেকে মোবাইলে চ্যাট করছেন।
তবে কেন্দ্রে বাইরে ব্যাজধারী নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
তবে নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা বলছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।