ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ায় ভোটারদের বাধা দিচ্ছে জামায়াত-শিবির কর্মীরা

নিউজ ডেস্ক:-
  • আপডেট সময় ০২:৩৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
  • / ১৮৬ বার পড়া হয়েছে

বগুড়া-৬ (সদ‌র) আসনের একটি কেন্দ্রের বাইরে জামায়াত-শি‌বি‌র নেতাকর্মীরা ভোটারদের ভোট দিতে বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

রবিবার (৭ জানুয়ারি) সকালে রাজাপুর ইউনিয়ন প‌রিষদ কে‌ন্দ্রে এমন ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আজিজুল আমান। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী রাগেবুল আহসান রিপু।

রাজাপুর ইউনিয়ন আওয়ামী লী‌গের সহসভাপ‌তি ছিয়াফতের অভিযোগ, “লা‌ঠি‌সোটা হা‌তে বিপুলসংখ‌্যক জামায়াত-শি‌বির নেতাকর্মী ‌কেন্দ্রের পা‌শে দ্বিতীয় বাইপাস মহাসড়‌কে অবস্থান নিয়ে ভোটার‌দের কে‌ন্দ্রে যে‌তে বাধা দেয়। ফ‌লে এক ঘণ্টা ভোটদান কার্যক্রম ব‌্যাহত হয়।”

ত‌বে কে‌ন্দ্রে দায়িত্বরত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শ‌ফিকুল ইসলামের ভাষ্য, “এমন তথ‌্য পাইনি।”

প্রিজাইডিং অফিসার আজিজুল আমান ঢাকা ট্রিবিউনকে বলেন, “কে‌ন্দ্রের বা‌হি‌রে এমন ঘটনা ঘট‌তে পা‌রে।”

খামারকা‌ন্দি গ্রা‌মের ভোটার আবুল কালাম জানান, তি‌নি মা‌কে নি‌য়ে ভোটকে‌ন্দ্রে যা‌চ্ছি‌লেন। এ সময় বিএন‌পির শাহীন ও র‌ফিকুল এবং জামায়া‌তের সুমন তা‌দের বাধা দেন। কথা না শুন‌লে তারা বড় ক্ষ‌তি করার হুম‌কি দেন। প্রায় এক ঘণ্টা পর বি‌জি‌বির গা‌ড়ি এলে বিএন‌পি জামা‌য়া‌তের লোকজন পা‌লি‌য়ে যায়।

স্থানীয়রা জানান, বিএন‌পি-জামা‌য়া‌তের লোকজন বা‌ড়ি বা‌ড়ি গি‌য়ে ভোট না দি‌তে হুম‌কি দি‌চ্ছেন।

নিউজটি শেয়ার করুন

বগুড়ায় ভোটারদের বাধা দিচ্ছে জামায়াত-শিবির কর্মীরা

আপডেট সময় ০২:৩৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪

বগুড়া-৬ (সদ‌র) আসনের একটি কেন্দ্রের বাইরে জামায়াত-শি‌বি‌র নেতাকর্মীরা ভোটারদের ভোট দিতে বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

রবিবার (৭ জানুয়ারি) সকালে রাজাপুর ইউনিয়ন প‌রিষদ কে‌ন্দ্রে এমন ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আজিজুল আমান। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী রাগেবুল আহসান রিপু।

রাজাপুর ইউনিয়ন আওয়ামী লী‌গের সহসভাপ‌তি ছিয়াফতের অভিযোগ, “লা‌ঠি‌সোটা হা‌তে বিপুলসংখ‌্যক জামায়াত-শি‌বির নেতাকর্মী ‌কেন্দ্রের পা‌শে দ্বিতীয় বাইপাস মহাসড়‌কে অবস্থান নিয়ে ভোটার‌দের কে‌ন্দ্রে যে‌তে বাধা দেয়। ফ‌লে এক ঘণ্টা ভোটদান কার্যক্রম ব‌্যাহত হয়।”

ত‌বে কে‌ন্দ্রে দায়িত্বরত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শ‌ফিকুল ইসলামের ভাষ্য, “এমন তথ‌্য পাইনি।”

প্রিজাইডিং অফিসার আজিজুল আমান ঢাকা ট্রিবিউনকে বলেন, “কে‌ন্দ্রের বা‌হি‌রে এমন ঘটনা ঘট‌তে পা‌রে।”

খামারকা‌ন্দি গ্রা‌মের ভোটার আবুল কালাম জানান, তি‌নি মা‌কে নি‌য়ে ভোটকে‌ন্দ্রে যা‌চ্ছি‌লেন। এ সময় বিএন‌পির শাহীন ও র‌ফিকুল এবং জামায়া‌তের সুমন তা‌দের বাধা দেন। কথা না শুন‌লে তারা বড় ক্ষ‌তি করার হুম‌কি দেন। প্রায় এক ঘণ্টা পর বি‌জি‌বির গা‌ড়ি এলে বিএন‌পি জামা‌য়া‌তের লোকজন পা‌লি‌য়ে যায়।

স্থানীয়রা জানান, বিএন‌পি-জামা‌য়া‌তের লোকজন বা‌ড়ি বা‌ড়ি গি‌য়ে ভোট না দি‌তে হুম‌কি দি‌চ্ছেন।