কাভার্ড ভ্যানের চাপায় আওয়ামী লীগ নেতা নিহত
- আপডেট সময় ০৮:৫৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
- / ১৭২ বার পড়া হয়েছে
পাবনার সাঁথিয়া উপজেলায় মহাসড়ক পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের চাপায় আবদুর রহমান (৭০) নামের আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। আজ বুধবার সকালে পাবনা-ঢাকা মহাসড়কে উপজেলার পাটগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুর রহমান সাঁথিয়ার পাটগাড়ি গ্রামের বাসিন্দা ও নাগডেমড়া ইউনিয়ন আওয়ামী লীগের ‘খ’ অঞ্চলের সহসভাপতি ছিলেন। তিনি নাগডেমড়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। নাগডেমড়া ইউনিয়ন আওয়ামী লীগের ‘খ’ অঞ্চলের সাধারণ সম্পাদক হারুন-অর রশীদ তাঁর দলীয় পরিচয় নিশ্চিত করেছেন।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, আজ সকাল আটটার দিকে পুকুর থেকে গোসল করে বাড়িতে ফিরছিলেন আবদুর রহমান। পাটগাড়ি এলাকার মহাসড়ক পারাপারের সময় বেড়া থেকে ঢাকাগামী সিমেন্টবাহী একটি কাভার্ড ভ্যান তাঁকে পেছনের দিক থেকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাঁকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মাধপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, চালক পালিয়ে গেছেন, তবে কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে আজ সকাল সাড়ে ছয়টার দিকে বেড়া বাসস্ট্যান্ড-সংলগ্ন ইছামতী সেতুর কাছে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।