শেকৃবির শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ১০
- আপডেট সময় ০৭:৫১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
- / ১৩৪ বার পড়া হয়েছে
কোটা সংস্কারের দাবিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাধারণ শিক্ষার্থীদের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এসময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১০ শিক্ষার্থী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল ৪টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটক থেকে বের হয়ে আগারগাঁও মোড়ে যাওয়ার পথে পুলিশ বাধা দেয়। এসময় শিক্ষার্থীরা পুলিশের বাধা অতিক্রম করে বের হয়। এসময় পুলিশ লাঠিচার্জ করলে দশ শিক্ষার্থী আহত হন। পরবর্তীতে শিক্ষার্থীরা পুলিশি বাধা অতিক্রম করে পরিকল্পনা মন্ত্রণালয় সংলগ্ন সড়কে অবস্থান করে।
এই খবর লেখা পর্যন্ত শিক্ষার্থীরা মিরপুর- ফার্মগেট সড়ক অবরোধ করে অবস্থান করছেন। আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’,‘সংবিধানের মূল কথা, সবার জন্য সমতা’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারাবাংলায় খবর দে,কোটা প্রথার কবর দে’ এরকম বিভিন্ন কোটা বিরোধী স্লোগান দিতে থাকেন।