ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের নথি গায়েবের চেষ্টা, ঠেকালেন আইনজীবীরা

নিউজ ডেস্ক:-
  • আপডেট সময় ০৬:৩৬:১২ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
  • / ৪১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে কিছু নথি গায়েব করার চেষ্টা চালিয়েছে প্রসিকিউশন। তবে খবর পেয়ে তা ঠেকিয়ে দিয়েছেন আইনজীবীরা। তবে প্রসিকিউশনের এক কর্মকর্তা জানান, তারা এগুলো তালা দিয়ে রেখেছেন।

আজ সোমবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে আইনজীবী গাজী এম এইচ তামিম সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, আমরা আজ সকালে জানতে পারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে কিছু ডকুমেন্ট কিছু লোকজন নিয়ে যাচ্ছেন। খবর পেয়ে আমি ও আবদুস সাত্তার পালোয়ান ট্রাইব্যুনালের রেজিস্ট্রার অফিস এবং প্রসিকিউশন অফিসে যাই। সেখানে গিয়ে জানতে পারি এ রকম কিছু ঘটেছে। সঙ্গে সঙ্গে আমরা তাদের থামাই এবং ডকুমেন্টগুলো যার যার রুমে পাঠিয়ে যিনি অফিসের দায়িত্বে আছেন (আইন মন্ত্রণালয়ের নিয়োগকৃত কর্মকর্তা) তার কাছে চাবি রেখে আসি। বলেছি, এগুলো রাষ্ট্রীয় সম্পদ। সরকার নির্দেশ না দেওয়া পর্যন্ত এখান থেকে কোনো নথি বের হবে না বা ঢুকবে না।

জানা যায়, দুই প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কান্তি বল ও আইনজীবী রেজিয়া সুলতানা চমনের দুই সহকারি এসে ট্রাইব্যুনাল থেকে নথি নেওয়ার চেষ্টা চালায়।

নিউজটি শেয়ার করুন

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের নথি গায়েবের চেষ্টা, ঠেকালেন আইনজীবীরা

আপডেট সময় ০৬:৩৬:১২ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে কিছু নথি গায়েব করার চেষ্টা চালিয়েছে প্রসিকিউশন। তবে খবর পেয়ে তা ঠেকিয়ে দিয়েছেন আইনজীবীরা। তবে প্রসিকিউশনের এক কর্মকর্তা জানান, তারা এগুলো তালা দিয়ে রেখেছেন।

আজ সোমবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে আইনজীবী গাজী এম এইচ তামিম সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, আমরা আজ সকালে জানতে পারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে কিছু ডকুমেন্ট কিছু লোকজন নিয়ে যাচ্ছেন। খবর পেয়ে আমি ও আবদুস সাত্তার পালোয়ান ট্রাইব্যুনালের রেজিস্ট্রার অফিস এবং প্রসিকিউশন অফিসে যাই। সেখানে গিয়ে জানতে পারি এ রকম কিছু ঘটেছে। সঙ্গে সঙ্গে আমরা তাদের থামাই এবং ডকুমেন্টগুলো যার যার রুমে পাঠিয়ে যিনি অফিসের দায়িত্বে আছেন (আইন মন্ত্রণালয়ের নিয়োগকৃত কর্মকর্তা) তার কাছে চাবি রেখে আসি। বলেছি, এগুলো রাষ্ট্রীয় সম্পদ। সরকার নির্দেশ না দেওয়া পর্যন্ত এখান থেকে কোনো নথি বের হবে না বা ঢুকবে না।

জানা যায়, দুই প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কান্তি বল ও আইনজীবী রেজিয়া সুলতানা চমনের দুই সহকারি এসে ট্রাইব্যুনাল থেকে নথি নেওয়ার চেষ্টা চালায়।