সৌদি আকাশসীমা ব্যবহার করে ইয়েমেনে হামলা চালাচ্ছে ইসরায়েল

নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৬:৩৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
সৌদি আকাশসীমা ব্যবহার করে ইয়েমেনের বন্দরনগরী হোদেইদাতে হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলের বিমানবাহিনী। সোমবার (৫ মে) ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এ তথ্য জানায়। এর আগে গতকাল রোববার দখলদার ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল হুথিরা। যা বিমানবন্দরের ঠিক কাছেই পড়ে। ওই সময় সেখানে বিমান চলাচল বন্ধ হয়ে যায়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা হুথি সংশ্লিষ্ট মিডিয়ার বরাতে জানিয়েছে, হোদেইদার নয়টি জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান। এরপর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুমকি দেন, হামলার জবাবে হুথিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ইসরায়েলি এ হামলার ঠিক আগ মুহূর্তে ইয়েমেনের রাজধানী সানাতে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হামলায় দখলদার ইসরায়েলের ৩০টি বিমান অংশ নিয়েছে। মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, তাদের সঙ্গে সমন্বয় করে ইয়েমেনে হামলা চালাচ্ছে ইসরায়েলি বিমানবাহিনী।
সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল