ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে চান না ট্রাম্প

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:২২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / ২৩ বার পড়া হয়েছে
সংবিধান অনুযায়ী পরপর দুইবারের বেশি কেউ আর প্রেসিডেন্ট পদে থাকতে পারেন না। সে হিসাবে এবারই তার শেষ মেয়াদ। তাই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে লড়াই করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিনি। রোববার ফ্লোরিডার মার-এ-লাগোতে সংবাদমাধ্যম এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি দুই মেয়াদে আট বছর প্রেসিডেন্ট থাকবেন। তিনি সব সময় এটিকে গুরুত্বপূর্ণ মনে করেছেন। ৭৮ বছর বয়সি ট্রাম্প এর আগে বলেছিলেন, তিনি তৃতীয় বা চতুর্থ মেয়াদে আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে চান, যা মোটেই মজা করে বলেননি বলেও জানিয়েছিলেন। পরে অবশ্য এ ঘটনারই ব্যাখ্যা দিয়ে তিনি বলেছিলেন, ‘ভুয়া সংবাদমাধ্যমকে’ ট্রল করার জন্যই তিনি এমন কথা বলেছিলেন। প্রেসিডেন্টের কোম্পানি ‘দ্য ট্রাম্প অর্গানাইজেশন’ আগামী প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ‘ট্রাম্প ২০২৮’ লেখা টুপি বিক্রি করায় নির্বাচনে তার অংশগ্রহণ নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়। অনেকেই নির্বাচনি প্রচার হিসেবে এই টুপি বিক্রি শুরু করেছে।

মাত্র একদিন আগে তার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনের ১০০ দিন পূর্তি অনুষ্ঠান উদযাপন করেন ট্রাম্প। নিজ বাসভবনে দেওয়া এই সাক্ষাৎকারে ট্রাম্প আরো বলেন, অনেকেই তাকে নির্বাচনে অংশ নেওয়ার অনুরোধ করছেন। যদিও সংবিধান অনুযায়ী, এটি সম্ভব নয় বলেও স্বীকার করেছেন তিনি।

ট্রাম্প বলেন, তার উত্তরসূরি হিসেবে বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নাম বিবেচনায় রয়েছে। সংবিধানের ২২তম সংশোধনীতে বলা হয়েছে, কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে পারবেন না।’ এই সংবিধান পরিবর্তনের জন্য সিনেট এবং হাউস অব রিপ্রেজেনটেটিভ উভয়কক্ষেই দুই-তৃতীয়াংশের অনুমোদনের পাশাপাশি দেশের ৫০টি অঙ্গরাজ্য সরকারের তিন-চতুর্থাংশের অনুমোদন লাগবে। তবে সংবিধানে ‘ফাঁক’রয়েছে বলে দাবি করে আসছেন কিছু ট্রাম্প সমর্থক। যদিও তা আদালতে কখনো যাচাই হয়নি।

চলতি বছরের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় এসে সান ফ্রান্সিসকো উপসাগরের কুখ্যাত আলকাট্রাজ কারাগারটি পুনর্নির্মাণ করে চালুর নির্দেশ দিয়েছেন ট্রাম্প। সবচেয়ে নির্মম এবং হিংস্র অপরাধীদের রাখতে কারাগারটি আধুনিকভাবে সম্প্রসারণ ও পুনর্নির্মাণ করা হবে। রোববার ফেডারেল ব্যুরো অব প্রিজনকে এ নির্দেশ দেন তিনি। সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লিখেছেন- ‘আলকাট্রাজ পুনর্নির্মাণ করুন এবং খুলে দিন। এ সময় ভয়ংকর অপরাধীদের বিনা দ্বিধায় আটক করে জনসাধারণ থেকে দূরে রাখা হতো। এখন সেই সময় আবারও ফিরিয়ে আনা দরকার। কারণ এসব অপরাধীর দৌরাত্ম্য বেড়ে গেছে, যা আর সহ্য করা হবে না।’ কারাগারটি খুলতে বিচার বিভাগ, এফবিআই এবং হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের সঙ্গে কারাগার ব্যুরোকে নির্দেশ দিয়েছেন তিনি। ১৯১২ সালে নির্মিত এই কারাগারটি ১৯৬৩ সালে বন্ধ হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে চান না ট্রাম্প

আপডেট সময় ০৭:২২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
সংবিধান অনুযায়ী পরপর দুইবারের বেশি কেউ আর প্রেসিডেন্ট পদে থাকতে পারেন না। সে হিসাবে এবারই তার শেষ মেয়াদ। তাই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে লড়াই করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিনি। রোববার ফ্লোরিডার মার-এ-লাগোতে সংবাদমাধ্যম এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি দুই মেয়াদে আট বছর প্রেসিডেন্ট থাকবেন। তিনি সব সময় এটিকে গুরুত্বপূর্ণ মনে করেছেন। ৭৮ বছর বয়সি ট্রাম্প এর আগে বলেছিলেন, তিনি তৃতীয় বা চতুর্থ মেয়াদে আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে চান, যা মোটেই মজা করে বলেননি বলেও জানিয়েছিলেন। পরে অবশ্য এ ঘটনারই ব্যাখ্যা দিয়ে তিনি বলেছিলেন, ‘ভুয়া সংবাদমাধ্যমকে’ ট্রল করার জন্যই তিনি এমন কথা বলেছিলেন। প্রেসিডেন্টের কোম্পানি ‘দ্য ট্রাম্প অর্গানাইজেশন’ আগামী প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ‘ট্রাম্প ২০২৮’ লেখা টুপি বিক্রি করায় নির্বাচনে তার অংশগ্রহণ নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়। অনেকেই নির্বাচনি প্রচার হিসেবে এই টুপি বিক্রি শুরু করেছে।

মাত্র একদিন আগে তার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনের ১০০ দিন পূর্তি অনুষ্ঠান উদযাপন করেন ট্রাম্প। নিজ বাসভবনে দেওয়া এই সাক্ষাৎকারে ট্রাম্প আরো বলেন, অনেকেই তাকে নির্বাচনে অংশ নেওয়ার অনুরোধ করছেন। যদিও সংবিধান অনুযায়ী, এটি সম্ভব নয় বলেও স্বীকার করেছেন তিনি।

ট্রাম্প বলেন, তার উত্তরসূরি হিসেবে বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নাম বিবেচনায় রয়েছে। সংবিধানের ২২তম সংশোধনীতে বলা হয়েছে, কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে পারবেন না।’ এই সংবিধান পরিবর্তনের জন্য সিনেট এবং হাউস অব রিপ্রেজেনটেটিভ উভয়কক্ষেই দুই-তৃতীয়াংশের অনুমোদনের পাশাপাশি দেশের ৫০টি অঙ্গরাজ্য সরকারের তিন-চতুর্থাংশের অনুমোদন লাগবে। তবে সংবিধানে ‘ফাঁক’রয়েছে বলে দাবি করে আসছেন কিছু ট্রাম্প সমর্থক। যদিও তা আদালতে কখনো যাচাই হয়নি।

চলতি বছরের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় এসে সান ফ্রান্সিসকো উপসাগরের কুখ্যাত আলকাট্রাজ কারাগারটি পুনর্নির্মাণ করে চালুর নির্দেশ দিয়েছেন ট্রাম্প। সবচেয়ে নির্মম এবং হিংস্র অপরাধীদের রাখতে কারাগারটি আধুনিকভাবে সম্প্রসারণ ও পুনর্নির্মাণ করা হবে। রোববার ফেডারেল ব্যুরো অব প্রিজনকে এ নির্দেশ দেন তিনি। সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লিখেছেন- ‘আলকাট্রাজ পুনর্নির্মাণ করুন এবং খুলে দিন। এ সময় ভয়ংকর অপরাধীদের বিনা দ্বিধায় আটক করে জনসাধারণ থেকে দূরে রাখা হতো। এখন সেই সময় আবারও ফিরিয়ে আনা দরকার। কারণ এসব অপরাধীর দৌরাত্ম্য বেড়ে গেছে, যা আর সহ্য করা হবে না।’ কারাগারটি খুলতে বিচার বিভাগ, এফবিআই এবং হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের সঙ্গে কারাগার ব্যুরোকে নির্দেশ দিয়েছেন তিনি। ১৯১২ সালে নির্মিত এই কারাগারটি ১৯৬৩ সালে বন্ধ হয়ে যায়।