মঙ্গলবার (৬ মে) দিবাগত মধ্যরাতে ভারত প্রথমে পাকিস্তানি ভূখণ্ড ও আজাদ কাশ্মিরে মিসাইল আক্রমণ চালায়। এ হামলায় পাকিস্তানের তিনজন বেসামরিক লোক নিহত ও ১২ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটি।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানিয়েছেন, পাকিস্তানি সশস্ত্র বাহিনী ভারতীয় আগ্রাসনের জবাব দিচ্ছে।ভারত অধিকৃত কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর থেকে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা শুরু হয়। এর ফলশ্রুতিতে আজকের এই পাল্টাপাল্টি আক্রমণ চলছে।
পাকিস্তানি নিরাপত্তা সূত্রের কথা উল্লেখ করে দেশটির গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানি সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের হেডকোয়ার্টার ধ্বংস করে দিয়েছে। এছাড়া পাকিস্তানি বাহিনীর মিসাইল আক্রমণ লাইন অফ কন্ট্রোল (এলওসি) বরাবর ধুনদিয়াল সেক্টরের একটি পোস্ট ধ্বংস করে দিয়েছে।
নিরাপত্তা সূত্র আরো জানিয়েছে, পাকিস্তানি বিমান বাহিনী ও সেনাবাহিনী ভারতীয় আক্রমণের জোরালো ও দৃঢ় প্রতিক্রিয়া দেখাচ্ছে। ডি ফ্যাক্ট সীমান্ত বরাবর বারনালা সেক্টরে একটি ভারতীয় ড্রোনকে ভূপাতিত করার দাবি জানিয়েছে পাকিস্তান।
এদিকে, আলজাজিরার খবরে প্রকাশ, ভারতও জানিয়েছে, পাকিস্তান এলওসির কাছে অধিকৃত কাশ্মিরের ভিমবার গলিতে গুলি চালিয়েছে। এক এক্স পোস্টে এ কথা জানায় ভারতীয় সেনাবাহিনী।