ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ইয়েমেনে হামলা বন্ধের ঘোষণা দিলেন ট্রাম্প

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৫০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / ১৬ বার পড়া হয়েছে
ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউছিদের লক্ষ্য করে আর বোমা হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (৬ মে) ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা জানিয়েছে তারা আর লড়াই করতে চায় না। আমরা তাদের এ প্রতিশ্রুতিকে সম্মান জানাব এবং বোমাবর্ষণ বন্ধ করব।’
এর আগে, গত মার্চের মাঝামাঝি সময় থেকে হাউছি বিদ্রোহীদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে মার্কিন সেনারা।

ডোনাল্ড ট্রাম্প আরো বলেন, ‘আমরা তাদের প্রতিশ্রুতি বিবেচনায় নেব। হাউছিরা জানিয়েছে, তারা আর জাহাজ ধ্বংস করবে না। আর আমরা এটির জন্যই বোমাবর্ষণ করছিলাম। আমি মনে করি এটি একটি ইতিবাচক বিষয়। তারা সমুদ্রে চলা অনেক জাহাজ উড়িয়ে দিচ্ছিল। যুক্তরাষ্ট্র হাউছিদের ওপর এ মুহূর্ত থেকে বোমা হামলা বন্ধ করে দেবে।’

তবে হাউছি বিদ্রোহীরা ইসরাইলকে লক্ষ্য করে হামলা চালানো বন্ধ করবে কি না সেটি স্পষ্ট করে কিছু জানাননি ট্রাম্প।

হাউছিরা ফিলিস্তিনিদের পক্ষ হয়ে লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালীসহ বিভিন্ন জায়গায় দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্রের জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছিল। তবে তারা যেন এসব হামলা না চালাতে পারে সেজন্য হাউছিদের অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্র।

এদিকে, ওমান জানিয়েছে, তাদের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও হাউছিদের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আমরা সম্প্রতি যুক্তরাষ্ট্র ও হাউছি নিয়ন্ত্রিত ইয়েমেনি অঞ্চলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। আমাদের এ আলোচনার মাধ্যমে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। ভবিষ্যতে কেউ কারো ওপর এবং লোহিত সাগর ও বাব-আল মান্দাব প্রণালীতে মার্কিন জাহাজের ওপর হামলা চালাবে না। এরমাধ্যমে জাহাজ চলাচলের স্বাধীনতা এবং আন্তর্জাতিক বাণিজ্যিক শিপিং সুন্দরভাবে হওয়া নিশ্চিত হয়েছে।’

এদিকে হুথিরা এখনো যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধবিরতি নিয়ে কোনো ঘোষণা দেয়নি।

সূত্র : আলজাজিরা, টাইমস অফ ইসরাইল

নিউজটি শেয়ার করুন

ইয়েমেনে হামলা বন্ধের ঘোষণা দিলেন ট্রাম্প

আপডেট সময় ০৫:৫০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউছিদের লক্ষ্য করে আর বোমা হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (৬ মে) ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা জানিয়েছে তারা আর লড়াই করতে চায় না। আমরা তাদের এ প্রতিশ্রুতিকে সম্মান জানাব এবং বোমাবর্ষণ বন্ধ করব।’
এর আগে, গত মার্চের মাঝামাঝি সময় থেকে হাউছি বিদ্রোহীদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে মার্কিন সেনারা।

ডোনাল্ড ট্রাম্প আরো বলেন, ‘আমরা তাদের প্রতিশ্রুতি বিবেচনায় নেব। হাউছিরা জানিয়েছে, তারা আর জাহাজ ধ্বংস করবে না। আর আমরা এটির জন্যই বোমাবর্ষণ করছিলাম। আমি মনে করি এটি একটি ইতিবাচক বিষয়। তারা সমুদ্রে চলা অনেক জাহাজ উড়িয়ে দিচ্ছিল। যুক্তরাষ্ট্র হাউছিদের ওপর এ মুহূর্ত থেকে বোমা হামলা বন্ধ করে দেবে।’

তবে হাউছি বিদ্রোহীরা ইসরাইলকে লক্ষ্য করে হামলা চালানো বন্ধ করবে কি না সেটি স্পষ্ট করে কিছু জানাননি ট্রাম্প।

হাউছিরা ফিলিস্তিনিদের পক্ষ হয়ে লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালীসহ বিভিন্ন জায়গায় দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্রের জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছিল। তবে তারা যেন এসব হামলা না চালাতে পারে সেজন্য হাউছিদের অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্র।

এদিকে, ওমান জানিয়েছে, তাদের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও হাউছিদের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আমরা সম্প্রতি যুক্তরাষ্ট্র ও হাউছি নিয়ন্ত্রিত ইয়েমেনি অঞ্চলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। আমাদের এ আলোচনার মাধ্যমে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। ভবিষ্যতে কেউ কারো ওপর এবং লোহিত সাগর ও বাব-আল মান্দাব প্রণালীতে মার্কিন জাহাজের ওপর হামলা চালাবে না। এরমাধ্যমে জাহাজ চলাচলের স্বাধীনতা এবং আন্তর্জাতিক বাণিজ্যিক শিপিং সুন্দরভাবে হওয়া নিশ্চিত হয়েছে।’

এদিকে হুথিরা এখনো যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধবিরতি নিয়ে কোনো ঘোষণা দেয়নি।

সূত্র : আলজাজিরা, টাইমস অফ ইসরাইল