ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে আটকা পণ্যবোঝাই শতাধিক ট্রাক

- আপডেট সময় ০৭:৪৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
- / ৮ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে হঠাৎ করে ভারত সরকার ছয়টি পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। এতে দেশের সর্ববৃহৎ যশোরের বেনাপোল স্থলবন্দরে ভারতে রফতানির অপেক্ষায় দাঁড়িয়ে পণ্যবোঝাই শতাধিক ট্রাক আটকা পড়েছে। হঠাৎ করে ভারত সরকার এ ধরনের সিদ্ধান্ত নেওয়ায় দেশের রফতানিকারকরা ক্ষতিগ্রস্ত হবেন। এ ছাড়া নদী ও আকাশ পথে পণ্য রপ্তানিতে সময় ও খরচ কয়েকগুণ বাড়বে বলে জানিয়েছেন সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা।
রপ্তানিকারক ইদ্রিস আলী বলেন, কলকাতা ও মুম্বাইয়ের নবসেবা সমুদ্রবন্দর দিয়ে রপ্তানি কঠিন ও ব্যয়বহুল। আটকে পড়া রপ্তানি পণ্য নিয়ে বিপাকে পড়েছি।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, বেনাপোল বন্দর দিয়ে গার্মেন্টস পণ্য রপ্তানি দিনেরটা দিনে করা যেত। ভারতের নিষেধাজ্ঞা ফলে এসব পণ্য ভারতে রপ্তানি করতে ১০ থেকে ১৫ দিন সময় লাগবে। ফলে খরচ ও সময় কয়েকগুণ বাড়বে। তবে পূর্বের এলসির পণ্য বেনাপোল দিয়ে রপ্তানিতে ভারতীয় সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।