আজ বুধবার সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে মৎস্য ভবনের আশপাশে জড়ো হতে থাকেন ইশরাকের সমর্থকরা। সেখানে রাস্তার একপাশে বসে বিক্ষোভ করতে দেখা যায় তাদের। সেখানে তারা ইশরাকের শপথের দাবিতে শ্লোগান দিচ্ছেন তার সমর্থকরা।
এদিকে, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিট আবেদনের ওপর শুনানি শেষে আজ আদেশ দেবে আদালত।
এর আগে মঙ্গলবার এ নিয়ে প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়। হাইকোর্টের বিচারপতি মো: আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার আদালতে রিটের পক্ষে শুনানি করছেন আইনজীবী মোহাম্মদ হোসেন। ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো: মাহফুজুর রহমান মিলন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল খান জিয়াউর রহমান।
এদিকে, টানা সপ্তম দিনের মতো ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনের সামনেও চলছে ব্লকেড কর্মসূচি।
সূত্র : বিবিসি