ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
যুক্তরাজ্য ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করেছে।

ইসরাইলের সাথে বাণিজ্য আলোচনা স্থগিত করলো যুক্তরাজ্য

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / ১৪ বার পড়া হয়েছে

ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত গাজা |সংগৃহীত

গাজায় অসহনীয় সামরিক অভিযানের জেরে ইসরাইলের সাথে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। একইসাথে যুক্তরাজ্য ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করেছে। মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি হাউজ অব কমন্সে জানান, তারা ইসরাইলের সাথে একটি নতুন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিত করেছেন। তিনি বলেন, ‘আমরা ২০৩০ দ্বিপক্ষীয় সম্পর্ক রোডম্যাপের আওতায় সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করব। নেতানিয়াহু সরকারের কর্মকাণ্ডই এ সিদ্ধান্তকে দরকারি করে তুলেছে।’

তিনি আরো জানান, ইসরাইলি রাষ্ট্রদূতকে ফরেন অফিসে তলব করে জানানো হয়েছে যে গাজায় ত্রাণ দেয়ার ক্ষেত্রে ইসরাইলের অবরোধ ‘অসমর্থনযোগ্য’। তার মতে, সেখানকার সঙ্ঘাত ‘অন্ধকারের একটি নতুন ধাপে’ প্রবেশ করেছে। তিনি বলেছেন, গতকাল ১০টিরও কম ত্রাণবাহী ট্রাককে গাজায় যেতে দেয়া হয়েছে যা অত্যন্ত ‘জঘন্য’।

ল্যামি বলেন, নেতানিয়াহুর সরকার ‘বিশ্বের চোখে ইসরাইল রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করছে। আমাদের প্রচেষ্টা সত্ত্বেও ইসরাইল সরকারের জঘন্য কাজ এবং কথাবার্তা অব্যাহত আছে’।

ইসরাইলের জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘গাজা যুদ্ধ আপনাদের সরকারের সাথে আমাদের সম্পর্ক খারাপ করছে।’ তার মতে, বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার যুক্তরাজ্যের এ সিদ্ধান্তকে প্রয়োজনীয় করে তুলেছে।

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী নেতানিয়াহু অবরোধ এখনি শেষ করুন এবং সাহায্য যেতে দিন।’

এদিকে যুক্তরাজ্য সরকারের সিদ্ধান্তের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়।

দেশটির মুখপাত্র ওরেন মারমোরস্টেইন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘বাইরের চাপ ইসরাইলকে তার অস্তিত্ব রক্ষা ও যারা ইসরাইলকে ধ্বংস করতে চায় সেই শত্রুদের বিরুদ্ধে নিরাপত্তা নিশ্চিত করার পথ থেকে সরাতে পারবে না।’

তিনি বলেন, ডেভিড ল্যামির বক্তব্যের আগে যুক্তরাজ্য সরকার থেকে ওই আলোচনা একেবারেই অগ্রসর হয়নি। তিনি আরো লেখেন, ‘যুক্তরাজ্য যদি ইসরাইলবিরোধী মনোভাব ও অভ্যন্তরীণ রাজনীতির বিষয়টি বিবেচনায় নেয়ার কারণে অর্থনীতির ক্ষতি করতে চায়, তাহলে সেটি দেশটির নিজের বিষয়।’

 বিবিসি

নিউজটি শেয়ার করুন

যুক্তরাজ্য ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করেছে।

ইসরাইলের সাথে বাণিজ্য আলোচনা স্থগিত করলো যুক্তরাজ্য

আপডেট সময় ০১:০১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
গাজায় অসহনীয় সামরিক অভিযানের জেরে ইসরাইলের সাথে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। একইসাথে যুক্তরাজ্য ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করেছে। মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি হাউজ অব কমন্সে জানান, তারা ইসরাইলের সাথে একটি নতুন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিত করেছেন। তিনি বলেন, ‘আমরা ২০৩০ দ্বিপক্ষীয় সম্পর্ক রোডম্যাপের আওতায় সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করব। নেতানিয়াহু সরকারের কর্মকাণ্ডই এ সিদ্ধান্তকে দরকারি করে তুলেছে।’

তিনি আরো জানান, ইসরাইলি রাষ্ট্রদূতকে ফরেন অফিসে তলব করে জানানো হয়েছে যে গাজায় ত্রাণ দেয়ার ক্ষেত্রে ইসরাইলের অবরোধ ‘অসমর্থনযোগ্য’। তার মতে, সেখানকার সঙ্ঘাত ‘অন্ধকারের একটি নতুন ধাপে’ প্রবেশ করেছে। তিনি বলেছেন, গতকাল ১০টিরও কম ত্রাণবাহী ট্রাককে গাজায় যেতে দেয়া হয়েছে যা অত্যন্ত ‘জঘন্য’।

ল্যামি বলেন, নেতানিয়াহুর সরকার ‘বিশ্বের চোখে ইসরাইল রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করছে। আমাদের প্রচেষ্টা সত্ত্বেও ইসরাইল সরকারের জঘন্য কাজ এবং কথাবার্তা অব্যাহত আছে’।

ইসরাইলের জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘গাজা যুদ্ধ আপনাদের সরকারের সাথে আমাদের সম্পর্ক খারাপ করছে।’ তার মতে, বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার যুক্তরাজ্যের এ সিদ্ধান্তকে প্রয়োজনীয় করে তুলেছে।

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী নেতানিয়াহু অবরোধ এখনি শেষ করুন এবং সাহায্য যেতে দিন।’

এদিকে যুক্তরাজ্য সরকারের সিদ্ধান্তের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়।

দেশটির মুখপাত্র ওরেন মারমোরস্টেইন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘বাইরের চাপ ইসরাইলকে তার অস্তিত্ব রক্ষা ও যারা ইসরাইলকে ধ্বংস করতে চায় সেই শত্রুদের বিরুদ্ধে নিরাপত্তা নিশ্চিত করার পথ থেকে সরাতে পারবে না।’

তিনি বলেন, ডেভিড ল্যামির বক্তব্যের আগে যুক্তরাজ্য সরকার থেকে ওই আলোচনা একেবারেই অগ্রসর হয়নি। তিনি আরো লেখেন, ‘যুক্তরাজ্য যদি ইসরাইলবিরোধী মনোভাব ও অভ্যন্তরীণ রাজনীতির বিষয়টি বিবেচনায় নেয়ার কারণে অর্থনীতির ক্ষতি করতে চায়, তাহলে সেটি দেশটির নিজের বিষয়।’

 বিবিসি