ইসরায়েলের সাবেক সামরিক গোয়েন্দা প্রধানের হুঁশিয়ারি
‘একজন ইসরায়েলির বদলে ৫০ ফিলিস্তিনিকে মরতে হবে’

- আপডেট সময় ০৬:১৭:০০ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / ২৯ বার পড়া হয়েছে
হামাসের ৭ অক্টোবরের এ হামলার জন্য যে কজন ইসরায়েলি মারা গিয়েছিলেন, তাদের একজনের বদলে ৫০ ফিলিস্তিনিকে মরতে হবে বলে মন্তব্য করেছিলেন দখলদার ইসরায়েলের সাবেক সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল (অবঃ) আহারোন হালিভা।
২০২৩ সালের ৭ অক্টোবর দখলদার ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই সময় তাদের হামলায় প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়। এছাড়া প্রায় ২৫০ জনকে ধরে গাজায় নিয়ে আসে হামাসের যোদ্ধারা।
ওই অডিওতে এই ইসরায়েলি সেনা কর্মকর্তাকে বলতে শোনা যায়, “৭ অক্টোবরের ঘটনায় যত মানুষ মারা গেছে, তাদের প্রত্যেকের বদলে ৫০ ফিলিস্তিনিকে অবশ্যই মরতে হবে।” এই গণহত্যা ‘ভবিষ্যত প্রজন্মের জন্য’ প্রয়োজনীয় বলেও উল্লেখ করেন এ দখলদার।
এছাড়া তিনি ১৯৪৮ সালে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার বিষয়টিও উল্লেখ করেন। ‘ফিলিস্তিনিদের এখন আরেকটি গণ বাস্ত্যচুতি প্রয়োজন এবং ইসরায়েলিদের হত্যার মূল্য বোঝা উচিত’ বলে মন্তব্য করেন মেজর জেনারেল আহারোন হালিভা।
হামাসের ২০২৩ সালের ‘অপরাশেন আল-আকসা ফ্লাড’ প্রতিহত করতে না পারায় ব্যর্থতার দায় নিয়ে ২০২৪ সালের এপ্রিলে সামরিক গোয়েন্দা প্রধানের পদ থেকে পদত্যাগ করেন আহারোন।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড