চাঁদা না দেওয়ায় বিএনপি নেতার হামলায় আহত শিক্ষিকা

- আপডেট সময় ০৮:৪৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / ১৬৬ বার পড়া হয়েছে
কোচিং সেন্টারে চাঁদা না দেওয়ায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির ডাকুয়ার হামলায় নীলিমা আক্তার (৫১) নামে এক শিক্ষিকা আহতের অভিযোগ উঠেছে।
রোববার বিকেলে বরিশালের বাকেরগঞ্জ থেকে তাকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
শিক্ষিকা নীলিমা আক্তার জানান, বেশ কিছুদিন ধরে ওই কোচিং সেন্টারে চাঁদা দাবি করে আসছিল বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ডাকুয়া। চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় তার ওপর ক্ষিপ্ত হয়ে গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে জাকির ডাকুয়ার নেতৃত্বে তার আপন ভাই সাহেব ডাকুয়া, দেলোয়ার ডাকুয়া, আমির আলি ডাকুয়া এবং জাকির ডাকুয়ার ভাইয়ের ছেলেরা আনুমানিক ২০-২৫ জন কোচিং সেন্টারে ঢুকে লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা করে।
তিনি আরও বলেন, হামলায় আমি, শিক্ষক এবং শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আহত হই। হামলাকারীরা কোচিং সেন্টারের বেঞ্চ, চেয়ার, ফ্যান, কম্পিউটার ভাঙচুর করে এবং অফিসিয়াল ক্যাশ থেকে টাকা লুট করে নিয়ে যায়। পরে আহত অবস্থায় আমাদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক আমাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করেন। বর্তমানে আমি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছি।
এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে বাকেরগঞ্জ থানায় মামলা (মামলা নং-১৯) দায়ের করা হয়েছে। তবে, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বরিশালের বাকেরগঞ্জ থেকে আহত অবস্থায় ওই শিক্ষিকাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে ঢাকা মেডিকেলে তার চিকিৎসা চলছে।