প্যানেল গঠন নিয়ে অন্তর্কোন্দল: জাবিতে বাগছাস নেতার পদত্যাগ

- আপডেট সময় ০৮:১৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / ২৪ বার পড়া হয়েছে
প্যানেল গঠন নিয়ে অন্তর্কোন্দলের জেরে জাবিতে পদত্যাগ করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) যুগ্ম আহবায়ক নাজমুল হাসান লিমন। বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি পদত্যাগের ঘোষণা দেন। পরে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের কারণ জানান।
জানা যায়, জাকসু নির্বাচনে কাঙ্খিত পদ না পেয়ে পদত্যাগ করেন তিনি। দলীয় প্যানেলে তিনি এজিএস পদে লড়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। সংবাদ সম্মেলনে নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, শোষণ-বঞ্চনার অভিযোগ এনেছেন তিনি।
নাজমুল বলেন, ‘গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা আমরা যারা প্রার্থী হওয়ার চেষ্টা করেছি ও কাজের আকাঙ্খা আছে তাদের মধ্যে ২-৩ জন একই পদের জন্য প্রার্থী ছিলাম। কিন্তু নেতারা আমাদের সাথে আলোচনার জন্য এক টেবিলে বসেননি। তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজু করে কে ভিপি, কে জিএস, কে এজিএস হবে এমন চিন্তাভাবনায় ব্যস্ত।’
তিনি আরও বলেন, ‘শুধু এজিএস পদ পায়নি বলে অব্যাহতি দিয়েছি বিষয়টি এমন নয়। গত একবছর আমার প্রতি যে শোষণ-বঞ্চণা ঘটেছে তার প্রতিবাদে আমি পদত্যাগ করেছি। আমি আমার বন্ধুর সাথে কথা বলতে পারিনি, আমি আমার ছোট ভাইয়ের সাথে কথা বলতে পারিনি, আমার পারিবারিক, সামাজিক ও শিক্ষা জীবনে তারা ব্যাঘাত ঘটিয়েছে।’
পদত্যাগের বিষয়ে জানতে চাইলে গণতান্ত্রিক ছাত্রসংসদ জাবি শাখার সদস্য সচিব তৌহিদ মোহাম্মদ সিয়াম বলেন, ‘আমরা তার পদত্যাগের ব্যাপারে এখন পর্যন্ত কোনো সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করিনি। তিনি শুধুমাত্র ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করেছেন। এখন পর্যন্ত সাংগঠনিকভাবে কোনো পদত্যাগপত্র জমা দেননি। তাই আমরা পরবর্তীতে সংগঠনিকভাবে আলোচনা করে তার ব্যাপারে সিদ্ধান্ত নিবো।’