গফরগাঁওয়ে রেললাইন খুলে ফেলায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
- আপডেট সময় ০৩:৫৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / ৩১ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইন খুলে সরিয়ে ফেলায় অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দু’টি বগি লাইনচ্যুত হয়েছে এবং ঢাকা-ময়মনসিংহ রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার (২৯ ডিসেম্বর) ভোর ৫টা ১০ মিনিটে গফরগাঁও স্টেশনে ঢোকার আগে জন্মেজয় এলাকায় এ ঘটনা ঘটে। গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমি এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারিনি। তবে রেলওয়ে নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ওই এলাকার ২০ ফুট রেললাইন সরিয়ে ফেলায় তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেসের ইঞ্জিনসহ দু’টি বগি লাইনচ্যুত হয়ে গেছে। এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।’
রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ময়মনসিংহের পরিদর্শক মো: সিরাজুল ইসলাম জানান, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে আছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, ‘রেললাইনের একটি অংশের নাট খুলে সরিয়ে ফেলা হয়েছে। এতে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। দু’দিন ধরে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। আজ কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।’
উল্লেখ্য, গত শনিবার দুপুরে ময়মনসিংহ-১০ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পান আক্তারুজ্জামান বাচ্চু। এরপর বিষয়টি জানাজানি হলে মনোনয়নবঞ্চিত নেতাদের কর্মীরা আন্দোলন শুরু করেন। বিকেল ৩টা থেকে আন্দোলন শুরু হওয়ার পর রেললাইনসহ উপজেলা ও পৌর শহরের কমপক্ষে ৩০টি পয়েন্টে আগুন দেয় বিএনপির নেতাকর্মীরা। এতে পৌর শহরের মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে পৌর শহরসহ আশপাশ এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা স্টেশনের কমিউটার সিস্টেম, সিগন্যাল লাইট, স্টেশনে সংযোগ লাইনে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। স্লিপার তুলে নেয়ায় সরে গেছে রেললাইন। এতে বিকাল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। এছাড়া গফরগাঁও-ভালুকা সড়ক, গফরগাঁও-কিশোরগঞ্জ সড়ক, নান্দাইল ও ত্রিশালমুখী সড়কে যানবাহন ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
দ্বিতীয় দিনের আন্দোলনে সকাল থেকে চারবার গফরগাঁওয়ে ঢাকা-ময়মনসিংহ ট্রেন যোগাযোগ বন্ধ করে দেয়। এতে কমপক্ষে ১০টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। জনমনে আতঙ্ক সৃষ্টি হওয়ায় গফরগাঁও পৌর শহরসহ আশপাশের এলাকায় আন্দোলন শুরুর পর থেকে এখন পর্যন্ত ব্যবস্থা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।














