ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা মেডিকেল কলেজে ক্লাস বন্ধ করে সন্ধানীর ব্যানারে বিএনপির দলীয় কর্মসূচির অভিযোগ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৫১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • / ৫০ বার পড়া হয়েছে

কুমিল্লা মেডিকেল কলেজে (কুমেক) নিয়মিত একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে বিএনপির দলীয় কর্মসূচি আয়োজনের অভিযোগ উঠেছে। কলেজের স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী কুমিল্লা মেডিকেল ইউনিটের ব্যানারে আয়োজিত একটি অনুষ্ঠানে শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে অংশ নিতে নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ করেছেন একাধিক শিক্ষার্থী।


শিক্ষার্থীদের অভিযোগ, শনিবার সকালে অন্যান্য দিনের মতোই শিক্ষার্থীরা ক্লাসে অংশ নিতে কলেজে উপস্থিত হন। তবে বেলা আনুমানিক ১১টার দিকে শিক্ষার্থীদের জানানো হয়, সন্ধানী কুমিল্লা মেডিকেল কলেজ ক্লাব কর্তৃক আয়োজিত একটি প্রোগ্রামে অংশগ্রহণের জন্য সব একাডেমিক লেকচার বন্ধ থাকবে এবং সকল শিক্ষার্থীর উপস্থিতি (অ্যাটেনডেন্স) নেওয়া হবে। এছাড়া কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার পরও সন্ধানীর ওই প্রোগ্রামে থাকতে বাধ্য করা হয়। ফলে সকল শিক্ষার্থী ভীত ও চাপের মুখে পড়ে উক্ত অনুষ্ঠানে যোগ দিতে বাধ্য হন বলে দাবি করা হয়।

শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানে গিয়ে তারা দেখতে পান—‘কুমেক প্রাক্তন সন্ধানীয়ান পুনর্মিলন ও সংবর্ধনা’ শীর্ষক ব্যানারের আড়ালে বিএনপির একটি দলীয় কর্মসূচি পরিচালিত হচ্ছে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর কন্যা, অধ্যাপক ডা. চৌধুরী সায়মা ফেরদৌস। এছাড়াও প্রোগ্রামে কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা জেলা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক ওয়াসিফ এবং কুমিল্লা মেডিকেল কলেজের বিএনপি-পন্থী চিকিৎসক সংগঠন ড্যাবের সাবেক সভাপতি সহ বিএনপির বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অভিযোগ রয়েছে, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় মনিরুল হক চৌধুরীর পক্ষে কুমেকের শিক্ষার্থীদের কাছে ভোট প্রার্থনা করেন। এছাড়া অনুষ্ঠানে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনাও ঘটেছে বলে শিক্ষার্থীদের একটি অংশ অভিযোগ তুলেছেন।

নাম প্রকাশ না করার শর্তে কুমিল্লা মেডিকেল কলেজের এক শিক্ষার্থী জানান, সন্ধানীর ব্যানারে প্রকাশ্যে দলীয় রাজনৈতিক কর্মসূচি আয়োজন এবং সেখানে শিক্ষার্থীদের জোরপূর্বক উপস্থিত থাকতে বাধ্য করার বিষয়টির প্রতিবাদ করলে সন্ধানী ক্লাবের কয়েকজন সদস্য তা ভিত্তিহীন ও হাস্যকর বলে মন্তব্য করেন। এ বিষয়ে একপর্যায়ে সাধারণ শিক্ষার্থী ও সন্ধানী ক্লাবের সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের মধ্যে মতবিরোধ দেখা দেয় এবং পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। তিনি আরও দাবি করেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে বা যথাযথ ব্যবস্থা না নিলে ভবিষ্যতে কলেজ ক্যাম্পাসে ভীতিকর পরিবেশ সৃষ্টি হতে পারে।

এ ঘটনার পর কুমিল্লা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক শিক্ষার্থী প্রশ্ন তুলেছেন—সন্ধানীর ব্যানারে এভাবে দলীয় রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন হলে, ভবিষ্যতে মেডিকেল কলেজের বিভিন্ন ক্লাব ও সংগঠনের ব্যানারে রাজনৈতিক কার্যক্রমের পথ আরও প্রশস্ত হবে কি না।

নিউজটি শেয়ার করুন

কুমিল্লা মেডিকেল কলেজে ক্লাস বন্ধ করে সন্ধানীর ব্যানারে বিএনপির দলীয় কর্মসূচির অভিযোগ

আপডেট সময় ১১:৫১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

কুমিল্লা মেডিকেল কলেজে (কুমেক) নিয়মিত একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে বিএনপির দলীয় কর্মসূচি আয়োজনের অভিযোগ উঠেছে। কলেজের স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী কুমিল্লা মেডিকেল ইউনিটের ব্যানারে আয়োজিত একটি অনুষ্ঠানে শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে অংশ নিতে নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ করেছেন একাধিক শিক্ষার্থী।


শিক্ষার্থীদের অভিযোগ, শনিবার সকালে অন্যান্য দিনের মতোই শিক্ষার্থীরা ক্লাসে অংশ নিতে কলেজে উপস্থিত হন। তবে বেলা আনুমানিক ১১টার দিকে শিক্ষার্থীদের জানানো হয়, সন্ধানী কুমিল্লা মেডিকেল কলেজ ক্লাব কর্তৃক আয়োজিত একটি প্রোগ্রামে অংশগ্রহণের জন্য সব একাডেমিক লেকচার বন্ধ থাকবে এবং সকল শিক্ষার্থীর উপস্থিতি (অ্যাটেনডেন্স) নেওয়া হবে। এছাড়া কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার পরও সন্ধানীর ওই প্রোগ্রামে থাকতে বাধ্য করা হয়। ফলে সকল শিক্ষার্থী ভীত ও চাপের মুখে পড়ে উক্ত অনুষ্ঠানে যোগ দিতে বাধ্য হন বলে দাবি করা হয়।

শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানে গিয়ে তারা দেখতে পান—‘কুমেক প্রাক্তন সন্ধানীয়ান পুনর্মিলন ও সংবর্ধনা’ শীর্ষক ব্যানারের আড়ালে বিএনপির একটি দলীয় কর্মসূচি পরিচালিত হচ্ছে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর কন্যা, অধ্যাপক ডা. চৌধুরী সায়মা ফেরদৌস। এছাড়াও প্রোগ্রামে কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা জেলা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক ওয়াসিফ এবং কুমিল্লা মেডিকেল কলেজের বিএনপি-পন্থী চিকিৎসক সংগঠন ড্যাবের সাবেক সভাপতি সহ বিএনপির বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অভিযোগ রয়েছে, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় মনিরুল হক চৌধুরীর পক্ষে কুমেকের শিক্ষার্থীদের কাছে ভোট প্রার্থনা করেন। এছাড়া অনুষ্ঠানে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনাও ঘটেছে বলে শিক্ষার্থীদের একটি অংশ অভিযোগ তুলেছেন।

নাম প্রকাশ না করার শর্তে কুমিল্লা মেডিকেল কলেজের এক শিক্ষার্থী জানান, সন্ধানীর ব্যানারে প্রকাশ্যে দলীয় রাজনৈতিক কর্মসূচি আয়োজন এবং সেখানে শিক্ষার্থীদের জোরপূর্বক উপস্থিত থাকতে বাধ্য করার বিষয়টির প্রতিবাদ করলে সন্ধানী ক্লাবের কয়েকজন সদস্য তা ভিত্তিহীন ও হাস্যকর বলে মন্তব্য করেন। এ বিষয়ে একপর্যায়ে সাধারণ শিক্ষার্থী ও সন্ধানী ক্লাবের সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের মধ্যে মতবিরোধ দেখা দেয় এবং পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। তিনি আরও দাবি করেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে বা যথাযথ ব্যবস্থা না নিলে ভবিষ্যতে কলেজ ক্যাম্পাসে ভীতিকর পরিবেশ সৃষ্টি হতে পারে।

এ ঘটনার পর কুমিল্লা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক শিক্ষার্থী প্রশ্ন তুলেছেন—সন্ধানীর ব্যানারে এভাবে দলীয় রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন হলে, ভবিষ্যতে মেডিকেল কলেজের বিভিন্ন ক্লাব ও সংগঠনের ব্যানারে রাজনৈতিক কার্যক্রমের পথ আরও প্রশস্ত হবে কি না।