গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করতে ডাকসুর ১৫ কর্মসূচি
- আপডেট সময় ০২:৪৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / ২৯ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতে মাসব্যাপী ১৫টি কর্মসূচি ঘোষণা করেছে। বুধবার ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে সহ-সভাপতি সাদিক কায়েম কর্মসূচি উন্মোচন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাদিক কায়েম বলেন, গণভোটে অংশগ্রহণ ও ‘হ্যাঁ’ ভোট প্রদান হলো জুলাই শহীদদের রক্তের পবিত্র আমানত রক্ষার দায়িত্ব। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের কারণে জনগণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে বঞ্চিত ছিল। এই গণভোট সেই ফ্যাসিবাদী কাঠামো ভেঙে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
সাদিক কায়েম আরও বলেন, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা, চাকরিতে নিয়োগে স্বচ্ছতা, সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনে জনগণের অংশগ্রহণ, নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধি, সব ধর্ম ও মতাদর্শের মানুষের ন্যায্য অধিকার সুরক্ষা এবং ইন্টারনেটকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করার পথ সুগম হবে। এছাড়া গুম-খুন, আয়নাঘরসহ মানবাধিকার লঙ্ঘনের সংস্কৃতির অবসান ঘটানো সম্ভব হবে।
ডাকসুর ঘোষিত ১৫টি কর্মসূচির মধ্যে রয়েছে- দেশজুড়ে সরাসরি জনসংযোগ, অনলাইন ক্যাম্পেইন, প্রদর্শনী ও বিতর্ক, রাষ্ট্রীয় সংস্কার বিষয়ে সেমিনার, সুশীল সমাজ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা, অনলাইন অ্যাক্টিভিস্টদের সঙ্গে আলোচনা, ‘জুলাই আহতদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা, গান-কবিতা ও ডকুমেন্টারি প্রকাশ, বক্তৃতা প্রতিযোগিতা, পথনাটক ও মাইম প্রদর্শনী, ছাত্র ও সামাজিক সংগঠনের সঙ্গে মতবিনিময় এবং সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান সফরের মাধ্যমে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডাকসুর সহ-সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ এবং ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ প্রমুখ।



















