পর্দাশীল নারীদের ‘ভূত’ বলে কটাক্ষ করলেন ছাত্রদল নেতা
- আপডেট সময় ০৯:৩২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- / ৩০ বার পড়া হয়েছে
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্রদল শাখার সহ-সভাপতি মো. তুহিন রানা হিজাব-নিকাব পরিহিত মহিলাদের ভূতের মতো দেখতে লাগে বলে মন্তব্য করেছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির সভাপতি মো. সুমন সরকার জামায়াতের মহিলা সমাবেশ ঘোষণার সংবাদ দৈনিক আমার দেশ পত্রিকার একটি ফটোকার্ড ফেসবুক পোস্ট করেন। সেই পোস্টে মো. তুহিন রানা এ মন্তব্য করেন।
তিনি মন্তব্যে লিখেন, ওই সমস্ত মহিলাদের দেখলে ভয়ও লাগে, কালো রঙের পোশাক। কেমন জানি ভূতের মতো। নারীদের দিয়ে প্রচারণা করার প্রবণতা এত কেন??
তার এই রকম মন্তব্যের পর ফেসবুকে পোস্ট ও পাল্টাপাল্টি কমেন্টের মাধ্যমে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।
তুহিন রানার এ রকম কুরুচিপূর্ণ মন্তব্যের পাল্টা মন্তব্যে সুমন সরকার লিখেন, তোমাদের ভয় তো পর্দায় না, ইসলামের! ১২ তারিখে ইসলামোফোবিয়ার অবসান ঘটিতে যাচ্ছে ইনশাআল্লাহ! তোমরা তো নারীদের দিয়ে লাগারে লাগা ধান লাগা চালাচ্ছ! তোমরা নারীদের দিয়ে ভোটের প্রচারণা করতে পারলে, জামায়াতে ইসলামী পারবে না কেন? হাঁটুতে বুদ্ধি নিয়ে আর যাই করো রাজনীতি করো না। পরে পস্তাইবা ডিয়ার!
এছাড়াও পোস্টের ঐ মন্তব্যে একাধিক শিক্ষার্থীকে তার এরকম মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
শিবলি সাদিক নামের এক শিক্ষার্থী ঐ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্টে লিখেন, বেরোবি ছাত্রদলের সহ-সভাপতি তুহিন রানা সম্মানিত বোনদের নিয়ে বাজে মন্তব্য করেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নারীদের নিয়ে তারা নানা নোংরামি করেছে এবং ছাত্রসংদ নির্বাচনগুলোতে নারীরা তাদের লাল কার্ড দেখিয়েছি এবার জাতীয় নির্বাচনেও তাদের নারীরা লাল কার্ড দেখাবে। ইনশাআল্লাহ
বায়েজিদ বিন রশীদ নামে আরেক শিক্ষার্থী বলেন, বোরখা পরা মা বোনদের নিয়ে তোদের নোংরামী বন্ধ কর। আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসলে কিন্ত খুব বেশি মাশুল দেওয়া লাগবে, বলে রাখলাম। বেরোবি ছাত্রদলের সহ-সভাপতি তুহিন রানা কর্তৃক বোরখা পরা মা-বোনদের কে ‘ভুতের’ সাথে তুলনা করার তীব্র নিন্দা জানিয়ে রাখলাম।



















