রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আপডেট সময় ১২:২৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / ১০ বার পড়া হয়েছে
নিজ বাসা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) নগরীর চন্দ্রিমা থানাধীন মেহেরচন্ডী এলাকার বাসা থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে তাকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই শিক্ষার্থীর নাম জুবাইদা ইসলাম ইতি। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবা ইন্সটিটিউট অব বাংলাদেশ স্টাডিজের পিয়ন ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার মেহেরচণ্ডির একটি বাসা থেকে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মেহেরচন্ডী একটি আবাসিক বাসায় ওই শিক্ষার্থী তার মায়ের সাথে থাকতো।
মৃত্যুর বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক শঙ্কর কুমার বিশ্বাস বলেন, ওই শিক্ষার্থীকে সন্ধ্যা ৬টা ৫০ এর দিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য তাকে মর্গে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম কিবরিয়া ফেরদৌস বলেন, এই ঘটনার সঠিক কারণ জানা যায়নি। তবে, বিষন্নতার কারণে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে মনে হয়। মরদেহ ময়নাতদন্ত শেষে আগামীকাল সকালে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



















