ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
১০ জামায়াতকর্মী আহত

যশোরে মহিলাদের দাড়িপাল্লার প্রচারণায় বিএনপির বাঁধা: প্রতিবাদ করায় জামায়াত কর্মীদের উপর হামলা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:৫৩:৩০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / ১৬ বার পড়া হয়েছে
যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নে মহিলা জামায়াতের কর্মীদের দাড়িপাল্লার প্রচারণায় বাঁধা ও অশালীন ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে বিএনপি কর্মীদের বিরুদ্ধে। এদিকে এর প্রতিবাদ করায় বাকবিতন্ডার একপর্যায়ে হামলা করে জামায়াতের ১০ পুরুষ কর্মীকে আহত করেছে বিএনপি কর্মীরা। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরে মহিলা জামায়াতের ১০-১২ জন কর্মী নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’র পক্ষে গঙ্গানন্দপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামে ভোট চাইতে যান। এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী তাদের প্রচারণায় বাধা দেন এবং অশালীন ভাষায় গালিগালাজ করেন। খবর পেয়ে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের কয়েকজন নেতাকর্মী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা তাদের ওপর এসএস পাইপ, বাঁশ ও লোহার রড দিয়ে হামলা করে বলে অভিযোগ করেন জামায়াতের নেতা। এতে তাদের ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলেও জানান তারা।

এদিকে জামায়াত কর্মীরা বুলেটপ্রুফ জ্যাকেটের মতো পোশাক পরে প্রস্তুতি নিয়ে এসে তাদের কর্মীদের ওপর হামলা করেছে বলে পাল্টা অভিযোগ করেছেন বিএনপি নেতারা।

এদিকে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান মোহাম্মদ শাহজালাল আলম জানান, দু’পক্ষের মধ্যে সামান্য ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

১০ জামায়াতকর্মী আহত

যশোরে মহিলাদের দাড়িপাল্লার প্রচারণায় বিএনপির বাঁধা: প্রতিবাদ করায় জামায়াত কর্মীদের উপর হামলা

আপডেট সময় ১১:৫৩:৩০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নে মহিলা জামায়াতের কর্মীদের দাড়িপাল্লার প্রচারণায় বাঁধা ও অশালীন ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে বিএনপি কর্মীদের বিরুদ্ধে। এদিকে এর প্রতিবাদ করায় বাকবিতন্ডার একপর্যায়ে হামলা করে জামায়াতের ১০ পুরুষ কর্মীকে আহত করেছে বিএনপি কর্মীরা। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরে মহিলা জামায়াতের ১০-১২ জন কর্মী নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’র পক্ষে গঙ্গানন্দপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামে ভোট চাইতে যান। এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী তাদের প্রচারণায় বাধা দেন এবং অশালীন ভাষায় গালিগালাজ করেন। খবর পেয়ে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের কয়েকজন নেতাকর্মী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা তাদের ওপর এসএস পাইপ, বাঁশ ও লোহার রড দিয়ে হামলা করে বলে অভিযোগ করেন জামায়াতের নেতা। এতে তাদের ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলেও জানান তারা।

এদিকে জামায়াত কর্মীরা বুলেটপ্রুফ জ্যাকেটের মতো পোশাক পরে প্রস্তুতি নিয়ে এসে তাদের কর্মীদের ওপর হামলা করেছে বলে পাল্টা অভিযোগ করেছেন বিএনপি নেতারা।

এদিকে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান মোহাম্মদ শাহজালাল আলম জানান, দু’পক্ষের মধ্যে সামান্য ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।