ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ী নিহত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৪৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৯ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরের গাছা থানাধীন ৩৫ নম্বর ওয়ার্ডের দুলাল মার্কেটে পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে ছাত্রদল নেতার ছুরিকাঘাতে রানী ফ্যাশন গ্যালারির মালিক রানী (৪৫) নিহত হয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে নিহত রানীর ছেলে হৃদয়ও ছুরির আঘাতে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, নিহত রানী স্বামী পরিত্যক্তা ছিলেন। তিনি কাপড়ের ব্যবসার পাশাপাশি সুদের ভিত্তিতে টাকা লেনদেন করতেন। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে একই এলাকার মুদি দোকানদার নজরুল ইসলাম ও তার ছেলে আশিকের সাথে রানীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নজরুলের ছেলে আশিক (২২) ছুরি নিয়ে রানীর ওপর হামলা চালান। এ সময় রানীর ছেলে হৃদয় মাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মা ও ছেলেকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে আজ দুপুর আনুমানিক ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক রানীকে মৃত ঘোষণা করেন। আহত হৃদয় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও রাজনৈতিক সূত্রে জানা যায়, অভিযুক্ত আশিক গাজীপুর মহানগর গাছা থানার ৩৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের গত কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।

মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোমিন উদ্দিন বলেন, ‘আশিক আমাদের সাথে ছাত্র রাজনীতি করত। সে বিগত কমিটির ৩৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিল।’

ঘটনার খবর পেয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ী নিহত

আপডেট সময় ১২:৪৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬

গাজীপুর মহানগরের গাছা থানাধীন ৩৫ নম্বর ওয়ার্ডের দুলাল মার্কেটে পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে ছাত্রদল নেতার ছুরিকাঘাতে রানী ফ্যাশন গ্যালারির মালিক রানী (৪৫) নিহত হয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে নিহত রানীর ছেলে হৃদয়ও ছুরির আঘাতে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, নিহত রানী স্বামী পরিত্যক্তা ছিলেন। তিনি কাপড়ের ব্যবসার পাশাপাশি সুদের ভিত্তিতে টাকা লেনদেন করতেন। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে একই এলাকার মুদি দোকানদার নজরুল ইসলাম ও তার ছেলে আশিকের সাথে রানীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নজরুলের ছেলে আশিক (২২) ছুরি নিয়ে রানীর ওপর হামলা চালান। এ সময় রানীর ছেলে হৃদয় মাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মা ও ছেলেকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে আজ দুপুর আনুমানিক ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক রানীকে মৃত ঘোষণা করেন। আহত হৃদয় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও রাজনৈতিক সূত্রে জানা যায়, অভিযুক্ত আশিক গাজীপুর মহানগর গাছা থানার ৩৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের গত কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।

মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোমিন উদ্দিন বলেন, ‘আশিক আমাদের সাথে ছাত্র রাজনীতি করত। সে বিগত কমিটির ৩৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিল।’

ঘটনার খবর পেয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।