কোন হতাহতের খবর পাওয়া যায়নি
আফগানিস্তানে ফের ৬.৩ মাত্রার ভূমিকম্প

- আপডেট সময় ০৪:১০:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
- / ৪২১ বার পড়া হয়েছে
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতে আবারও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১৫ অক্টোবর) প্রদেশটির রাজধানীতে ৬ দশমিক ৩ মাত্রার এই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সূত্র জিও নিউজের।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রোববার হেরাতে প্রথমে ৬ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। প্রথম ভূমিকম্পের ২০ মিনিট পর ৫ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।
তবে আজকের ভূমিকম্পে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনো পাওয়া যায় না।
এর আগে গত ৭ অক্টোবর হেরাতের একই এলাকায় ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের পরপরই আরও আটটি শক্তিশালী আফটারশকের ঘটনা ঘটে। এসব ঘটনায় হেরাতের গ্রামীণ এলাকায় অনেক বাড়িঘর ধসে যায়। এতে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের ৯০ শতাংশ নারী ও শিশু। আহত হয়েছে আরও কয়েক হাজার মানুষ।
জাতিসংঘ বলছে, গত ৭ অক্টোবরের ভূমিকম্পে জিন্দা জান জেলার অন্তত ছয়টি গ্রাম সম্পূর্ণরূপে মাটির সঙ্গে মিশে গেছে। এই ভূমিকম্পে ১২ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।