অবৈধভাবে ফুটপাতে হকার বসিয়ে প্রতি মাসে প্রায় অর্ধকোটি টাকা চাঁদা আদায়
চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে যুবলীগ-ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া
- আপডেট সময় ১১:০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
- / ৩১০ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে ফুটপাতে চাঁদাবাজিকে কেন্দ্র করে যুবলীগ-ছাত্রলীগের মাঝে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। আজ রোববার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার ভুলতায় এ ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ভুলতা এলাকার মার্কেটের ব্যবসায়ী ও ক্রেতারা আতঙ্কিত হয়ে পড়েন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভুলতা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে নূর ম্যানশন, গাউছিয়া মার্কেট, তাঁতবাজার, আব্দুল সুপার মার্কেট, সিটি সুপার মার্কেট ও রিজোয়ান টাওয়ারসহ প্রায় ২০টি মার্কেট রয়েছে। এসব মার্কেটের সামনে অবৈধভাবে ফুটপাতে হকার বসিয়ে প্রতি মাসে প্রায় অর্ধকোটি টাকা চাঁদা আদায় হয়।
চাঁদার নিয়ন্ত্রণ করেন- উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল আলম শিকদার ও তার ভাই ফরহাদ শিকদার, ভুলতা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও তার ভাই দোলন, গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল-আমিন, গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বিদ্যুৎ হাসান, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, যুবলীগ নেতা সৌরভ, সিয়াম, কাউসারসহ দলীয় নেতাকর্মীরা। কিন্তু বেশ কিছুদিন ধরে ছাত্রলীগকর্মী ইমু ও কয়েকজন যুবলীগ নেতা মিলে ফুটপাতের চাঁদাবাজির নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে আসছিল।
রোববার বিকেলে ছাত্রলীগকর্মী ইমুর লোকজন ও ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল সিকদারের লোকজন রামদা, চাপাতি, ছামুরাইসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ায় জড়িয়ে পড়ে। এ সময় একপক্ষ আরেকপক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় ৮ পথচারী আহত হয়েছেন বলে জানা গেছে। ভুলতা এলাকার মার্কেটগুলোর ব্যবসায়ী ও মার্কেটে কেনাকাটা করতে আসা ক্রেতাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভয়ে দোকানপাট বন্ধ করে দেয়।
এ ব্যাপারে ভুলতা ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।