এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে
মুগদায় বাসে আগুন

নিউজ ডেস্ক:-
- আপডেট সময় ১২:৪৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
- / ২৪৬ বার পড়া হয়েছে
তিন দিনের অবরোধের দ্বিতীয় দিন আজ রাজধানীর মুগদায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে বাসটিতে আগুন দেওয়া হয়। পরে বেলা ১১টা ১০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাফি আল ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রাফি আল ফারুক জানান, মুগদা মেডিকেল কলেজের সামনের মিডলাইন পরিবহণের একটি বাসে আগুন দেওয়া হয়।
তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।