এক রাতে রাজধানীতে ৪ বাসে আগুন
- আপডেট সময় ১১:১৩:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
- / ২৩৩ বার পড়া হয়েছে
সারা দেশে বিএনপির ডাকা দ্বিতীয় দফার অবরোধের আগের দিন রাতে রাজধানীর তিন এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে রাজধানীর নিউমার্কেট, এলিফ্যান্ট রোড ও সায়েদাবাদ জনপথের মোড়ে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
নিউমার্কেট গাউছিয়া মার্কেটের সামনে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর লিংক পরিবহনের একটা যাত্রীবাহী বাসে, এলিফ্যান্ট রোড মাল্টি প্ল্যান সিটি সেন্টারের সামনে ৭টা ৩৫ মিনিটে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে এবং সায়েদাবাদ জনপথের মোড় ফ্লাইওভারের নিচে ৭টা ৫৫ মিনিটে বাসে আগুন দেওয়া হয়।
এছাড়া রাত ১০টার পর গুলিস্তানের পাতাল মার্কেটের সামনে আরও একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
তিনটি এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে কয়েকজন যুবক এসে বাসে আগুন দিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার তিন জায়গায়ই ফায়ার সার্ভিসের দুটি করে ইউনিট কাজ করছে। হতাহতের বিষয়ে এখনই কিছু জানা যায়নি। আগুন দেয়ার ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।