ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মাদারীপুরে অবৈধ দোকান উচ্ছেদ করলো প্রশাসন

নিউজ ডেস্ক:-
  • আপডেট সময় ০৯:০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
  • / ২৯৩ বার পড়া হয়েছে
মাদারীপুরে সদর উপজেলার একটি বাজারের ভেতর গড়ে ওঠা অবৈধ আটটি দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার মোস্তফাপুর বাজারে এই অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সূত্র জানায়, মোস্তফাপুর বাজারের ভেতরে চলাচলের জায়গা দখল করে দোকানপাট নির্মাণ করে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছিলেন আট ব্যক্তি। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাজারের ভেতর গড়ে ওঠা ওহাব মোল্লা, লাভলু খান, মজিবর মীর, রাজীব খান, ইব্রাহীম বেপারী, দিলিপ কর্মকার, দুলাল ঘোষ ও নেপাল মালোর দোকানপাট ভেঙে ফেলা হয়।
 
প্রশাসনের উচ্ছেদের খবরে আগেই দোকানের মালামাল সরিয়ে নেন ব্যবসায়ীরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকানপাট নির্মাণ করে ব্যবসা পরিচালনা করায় বাজারের ভেতর যানজটের দৃষ্টি হয়। পথচারীদের হাঁটাচলায়ও বিঘ্ন ঘটে। এছাড়াও দোকান নির্মাণের কারণে পাশে থাকা প্রাথমিক বিদ্যালয়ের কয়েকটি জানালা বন্ধ হয়ে যায়। শ্রেণিকক্ষে আলো-বাতাস প্রবেশের সমস্যা হয়। তাই অভিযোগের ভিত্তিতে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

মাদারীপুরে অবৈধ দোকান উচ্ছেদ করলো প্রশাসন

আপডেট সময় ০৯:০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
মাদারীপুরে সদর উপজেলার একটি বাজারের ভেতর গড়ে ওঠা অবৈধ আটটি দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার মোস্তফাপুর বাজারে এই অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সূত্র জানায়, মোস্তফাপুর বাজারের ভেতরে চলাচলের জায়গা দখল করে দোকানপাট নির্মাণ করে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছিলেন আট ব্যক্তি। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাজারের ভেতর গড়ে ওঠা ওহাব মোল্লা, লাভলু খান, মজিবর মীর, রাজীব খান, ইব্রাহীম বেপারী, দিলিপ কর্মকার, দুলাল ঘোষ ও নেপাল মালোর দোকানপাট ভেঙে ফেলা হয়।
 
প্রশাসনের উচ্ছেদের খবরে আগেই দোকানের মালামাল সরিয়ে নেন ব্যবসায়ীরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকানপাট নির্মাণ করে ব্যবসা পরিচালনা করায় বাজারের ভেতর যানজটের দৃষ্টি হয়। পথচারীদের হাঁটাচলায়ও বিঘ্ন ঘটে। এছাড়াও দোকান নির্মাণের কারণে পাশে থাকা প্রাথমিক বিদ্যালয়ের কয়েকটি জানালা বন্ধ হয়ে যায়। শ্রেণিকক্ষে আলো-বাতাস প্রবেশের সমস্যা হয়। তাই অভিযোগের ভিত্তিতে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।