জাতীয় বিশ্ববিদ্যালয়ের রবি ও সোমবারের সকল পরীক্ষা স্থগিত
নিউজ ডেস্ক:-
- আপডেট সময় ০৭:৫২:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
- / ১৮৪৪৫ বার পড়া হয়েছে
অনিবার্য কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল রোববার (১৯ নভেম্বর) ও সোমবার (২০ নভেম্বর) অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আজ শনিবার এক বিবৃতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে। তবে স্থগিত পরীক্ষা কবে হবে সে তারিখ জানানো হয়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত হওয়া পরীক্ষার সংশোধিত তারিখ সংশ্লিষ্ট সবাইকে পরবর্তীতে অবহিত করা হবে। এছাড়া এসব পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
গত ১৫ নভেম্বর বুধবার নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। দ্বাদশ সংসদ নির্বাচনের এ তফসিলকে একতরফা বলে অবিহিত করে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলো আগামীকাল রোববার ও সোমবার দেশব্যাপী হরতালের ডাক দিয়েছে।


