রোববার থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি জামায়াত
হানিফ ফ্লাইওভারে বাসে আগুন
- আপডেট সময় ০৮:০৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
- / ২৭৪ বার পড়া হয়েছে
রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ আহত হননি। শনিবার রাত ৭টা ৩৬মিনিটে আগুন দেওয়ার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন।
তিনি বলেন, রাত ৭টা ৩৬মিনিটে মেয়র হানিফ ফ্লাইওভারে একটি বাসে আগুন লাগার সংবাদ পাই আমরা। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।
রোববার থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এর আগের দিন শনিবার বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটল। জামায়াত, অবরোধ, রাজধানী
জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার প্রতিবাদে গত বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে হরতালের ডাক দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ঢাকাসহ দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করছি।