এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে “কেন্দে দিয়েছি” বলে ট্রল করা হয় লুবাবাকে নিয়ে
লুবাবার অভিযোগে আটক ১
- আপডেট সময় ১১:১৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
- / ৩৪২ বার পড়া হয়েছে
শিশুশিল্পী সিমরিন লুবাবা বেশ কিছুদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষের শিকার হচ্ছেন। এ ঘটনায় গত বুধবার (১৫ নভেম্বর) দুপুরে ডিবি কার্যালয়ে লুবাবাসহ তার মা জাহিদা ইসলাম গিয়ে অভিযোগ দেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে একজনকে আটক করা হয়েছে।
সোমবার (২০ নভেম্বর) রাজধানীর মিন্টুরোডে ডিএমপির ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিবিপ্রধান জানান, শিশুশিল্পী সিমরিন লুবাবা যার বিরুদ্ধে অভিযোগ করেছিল তাকে আটক করা হয়েছে। এর আগে সিমরিন লুবাবা এসেছিল আমাদের কাছে। তাকে ফেসবুকে বিভিন্নভাবে কটাক্ষ করা হয়েছে এবং ভিডিও পোস্ট করেছে। লুবাবাও লিখিত অভিযোগ করেছে। লুবাবা যার বিরুদ্ধে অভিযোগ করেছিল তাকে আমরা নিয়ে এসেছি এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে কটাক্ষের ফলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন শিশুশিল্পী সিমরিন লুবাবা। এ নিয়ে তার মা জাহিদা ইসলাম হুঁশিয়ারি দিয়েছিলেন- আইনি পদক্ষেপ নেওয়ার।
নেটমাধ্যমে লুবাবার নামে খোলা হচ্ছে ফেক অ্যাকাউন্ট। লুবাবার মা জাহিদা ইসলাম বলেছিলেন, ও টিকটক করে না। অথচ ওর (লুবাবা) নামে আইডি খুলে টিকটক করছে অনেকে। তাদের ফলোয়ার বাড়ছে। বিষয়টি আমি খেয়াল করছি। সিদ্ধান্ত নিয়েছি, যারা এসব করছেন তাদের কাউকে ছাড় দেব না। আমার সন্তানকে তারা কটাক্ষ করছেন। আমি তাদের নামে জিডি (সাধারণ ডায়েরি) করব।