২৯৮ আসনের তালিকা প্রকাশ
ইনুর আসন ফাঁকা, মেননের আসনে বাহাউদ্দিন নাছিম
- আপডেট সময় ০৭:০৪:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
- / ৩০৫ বার পড়া হয়েছে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।
আজ রোববার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তালিকা প্রকাশ করেন।
নির্বাচনী আসন ৩০০টি হলেও এদিন আওয়ামী লীগ দু’টি আসন বাদ রেখে ২৯৮টি আসনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করে। বাকি রাখা হয়- কুষ্টিয়া-২ (ভেড়ামারা ও মিরপুর) ও নারায়ণগঞ্জ-৫ (বন্দর উপজেলা ও নারায়ণগঞ্জ সদরের অংশ) আসন।
এর মধ্যে কুষ্টিয়া-২ আসনে এখন সংসদ সদস্য জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। আর নারায়ণগঞ্জ-৫-এ জাতীয় পার্টির সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান। তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমানের ভাই। শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য। তিনি এবারো ওই আসনে দলের মনোনয়ন পেয়েছেন।
রোববার প্রার্থী তালিকা ঘোষণার সময় ওবায়দুল কাদের বলেন, শুধু দুটি আসন কুষ্টিয়া-২ এবং নারায়ণগঞ্জ-৫ বাদ দিয়ে আজ সব আসনের প্রার্থীদের নাম ঘোষণা হচ্ছে।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের গুরুত্বপূর্ণ প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি ঢাকা-৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। তবে এবার এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম।
হাসানুল হক ইনুর আসনটি ফাঁকা রাখা হলেও মেননের আসনে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ।