‘লাঙ্গলে ভোট দিলেই, জিতবে নৌকা’
- আপডেট সময় ০৭:০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
- / ১২২ বার পড়া হয়েছে
‘প্রধানমন্ত্রীর নির্দেশ ও সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই আমি প্রার্থী হয়েছি। তাই মানিকগঞ্জ-১ আসনে লাঙ্গলই নৌকা, নৌকাই লাঙ্গল। আওয়ামী লীগ-জাতীয় পার্টির সবাইকে এককাট্টা হয়ে লাঙ্গলের বিজয় সু-নিশ্চিত করতে হবে।’ ওই আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. জহিরুল আলম রুবেল এই মন্তব্য করেছেন।
আজ মঙ্গলবার ঘিওর উপজেলা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির যৌথ নির্বাচনী সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় আওয়ামী লীগ নেতারাও তাদের বক্তব্যে নৌকাই লাঙ্গল-লাঙ্গলই নৌকা এমন স্লোগানে ভোট প্রার্থনা করেন।
মো. জহিরুল আলম রুবেল বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ ও সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই আমি এই আসনে প্রার্থী হয়েছি। তাই মানিকগঞ্জ-১ আসনে লাঙ্গলই নৌকা, নৌকাই লাঙ্গল। আপনারা লাঙ্গলে ভোট দিলেই জিতবে নৌকা। আওয়ামী লীগ-জাতীয় পার্টির সবাইকে এককাট্টা হয়ে লাঙ্গলের বিজয় সু-নিশ্চিত করতে হবে।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলিম মিন্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন-জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম।
বক্তব্য দেন–জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শচীন্দ্র নাথ মিত্র, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান সাঈদ, সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদুর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কাজী মাহেলা, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসসহ ঘিওর উপজেলার সাতটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।