জামালপুরে বালু বোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ৩
- আপডেট সময় ০৭:৫৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
- / ১৫৯ বার পড়া হয়েছে
জামালপুরে সিএনজিচালিত অটোরিকশায় বালু বোঝাই ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার ভারুয়াখালি বাজারে এ দুর্ঘটনা ঘটে। জামালপুর সদর থানার নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নূর মোহম্মদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, নিহত সিএনজি অটোরিকশার চালক আরমান মিয়া ও মোজাফফর হোসেনের বাড়ি শেরপুর জেলায় এবং খোকন মিয়ার বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর সদরের নান্দিনা এলাকা থেকে ছেড়ে যাওয়া বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে জামালপুরগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ৩ যাত্রী নিহত হন। আহত হন আরও তিনজন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সোহরাব হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে নরুন্দি তদন্ত কেন্দ্রে নেওয়া হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।