‘শান্তিপূর্ণ কর্মসূচিতেও’ সরকার জামায়াতকে ভয় পাচ্ছে
- আপডেট সময় ০৬:০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
- / ১৫৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বলেছেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনৈতিক দল।
দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জামায়াত সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সরকারের পদত্যাগ, গণতন্ত্র পুনরুদ্ধার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, প্রহসনের নির্বাচন বর্জন ও ভোটদান হতে বিরত থাকার আহ্বান জানিয়ে সারাদেশে জামায়াতে ইসলামীর গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি চলছে।
অথচ এই জনবান্ধব শান্তিপূর্ণ কর্মসূচিতেও সরকার ভীত হয়ে অন্যায়ভাবে নেতাকর্মীদের গ্রেফতার করছে। গত দুই দিনে রাজধানীর ডেমরা, কদমতলী, হাজারীবাগ, সূত্রাপুর ও কোতোয়ালি থানায় অন্যায়ভাবে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আমি এই অন্যায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে জুলুম-নিপীড়ন বন্ধ করে গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।’
বুধবার রাজধানীর ডেমরা, কদমতলী, হাজারীবাগ, সূত্রাপুর ও কোতোয়ালি থানায় অন্যায়ভাবে ১১ জনকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বিবৃতিতে নূরুল ইসলাম বুলবুল বলেন, সরকার জনগণের বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার হরণ করেছে। রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ক্ষমতালোভী সরকার গণআন্দোলনে ভীত হয়ে বিরোধী দলকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দিচ্ছে না।
অবৈধ সরকার ৭ জানুয়ারি একতরফা প্রহসনের নির্বাচনের মাধ্যমে আবারো ক্ষমতাকে কুক্ষিগত করার ষড়যন্ত্র করছে। ভিন্নমতের মানুষকে অপরাধী হিসেবে চিহ্নিত করে জুলুম-নিপীড়ন ও গণগ্রেফতার চালাচ্ছে। এভাবে গ্রেফতার ও জুলুম-নির্যাতন চালিয়ে চলমান বিরোধী আন্দোলন দমন করা যাবে না। আমি এই সরকারের পতন ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধভাবে আরো বলিষ্ঠ ভূমিকা পালনের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।