ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

প্রায় ৭১ লাখেরও বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ

তথ্য ও প্রযুক্তি ডেস্ক:-
  • আপডেট সময় ১১:১৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
  • / ১৭৭ বার পড়া হয়েছে

বিদায়ী বছর ‘২৩-এর নভেম্বরে শুধু ভারতেই ৭১ লাখেরও বেশি অ্যাকাউন্ট বন্ধ করেছে মেটার মালিকানাধীন প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

নতুন প্রযুক্তি আইন, ২০২১ অনুযায়ী এসব ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে।

গত বছর লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার বিষয়ে বারবার গণমাধ্যমে খবরের শিরোনাম হয়েছে হোয়াটসঅ্যাপ। কখনও কখনও মেসেজিং অ্যাপটিতে অপরিচিত নম্বর থেকে ভয়েস কল করে চাওয়া হয়েছে ব্যক্তিগত তথ্য। আবার কখনও কখনও লিংক পাঠিয়ে ম্যালওয়ার ভরে দেওয়া হয়েছে। এ ধরনের প্রতারণা বন্ধ করতেই এ পদক্ষেপ নিয়েছে হোয়াটসঅ্যাপ।

এক প্রতিবেদনে বলা হয়, গত বছরের নভেম্বরেই রেকর্ড পরিমাণ অ্যাকাউন্ট বন্ধ করেছে হোয়াটসঅ্যাপ। এমনকি কোনো ব্যবহারকারীর পক্ষ থেকেই রিপোর্ট পাওয়ার আগেই সাড়ে ১৯ লাখ বেশি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। সেই মাসে ৮ লাখ ৮৪১ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে ও প্রতারণার হাত থেকে তাদের রক্ষা করতেই এই উদ্যোগ নেওয়া হয়।

এর মধ্যেই ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটি পার করেছে। তাই অ্যাপটি ব্যবহার করে প্রতারণার জালও ছড়াচ্ছে। এর ফলে প্রতি মাসে দফায় দফায় বিভিন্ন অ্যাকাউন্ট বন্ধ করেছে হোয়াটসঅ্যাপ।

নিউজটি শেয়ার করুন

প্রায় ৭১ লাখেরও বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ

আপডেট সময় ১১:১৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪

বিদায়ী বছর ‘২৩-এর নভেম্বরে শুধু ভারতেই ৭১ লাখেরও বেশি অ্যাকাউন্ট বন্ধ করেছে মেটার মালিকানাধীন প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

নতুন প্রযুক্তি আইন, ২০২১ অনুযায়ী এসব ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে।

গত বছর লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার বিষয়ে বারবার গণমাধ্যমে খবরের শিরোনাম হয়েছে হোয়াটসঅ্যাপ। কখনও কখনও মেসেজিং অ্যাপটিতে অপরিচিত নম্বর থেকে ভয়েস কল করে চাওয়া হয়েছে ব্যক্তিগত তথ্য। আবার কখনও কখনও লিংক পাঠিয়ে ম্যালওয়ার ভরে দেওয়া হয়েছে। এ ধরনের প্রতারণা বন্ধ করতেই এ পদক্ষেপ নিয়েছে হোয়াটসঅ্যাপ।

এক প্রতিবেদনে বলা হয়, গত বছরের নভেম্বরেই রেকর্ড পরিমাণ অ্যাকাউন্ট বন্ধ করেছে হোয়াটসঅ্যাপ। এমনকি কোনো ব্যবহারকারীর পক্ষ থেকেই রিপোর্ট পাওয়ার আগেই সাড়ে ১৯ লাখ বেশি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। সেই মাসে ৮ লাখ ৮৪১ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে ও প্রতারণার হাত থেকে তাদের রক্ষা করতেই এই উদ্যোগ নেওয়া হয়।

এর মধ্যেই ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটি পার করেছে। তাই অ্যাপটি ব্যবহার করে প্রতারণার জালও ছড়াচ্ছে। এর ফলে প্রতি মাসে দফায় দফায় বিভিন্ন অ্যাকাউন্ট বন্ধ করেছে হোয়াটসঅ্যাপ।