একটি সূত্র জানিয়েছে, ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত হয়েছে
রাজধানীতে ট্রেনের ৪ বগিতে আগুন, নিহত ১

- আপডেট সময় ১০:২৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
- / ২৯৫ বার পড়া হয়েছে
রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনের চারটি বগিতে আগুন লেগেছে। এ ঘটনায় এখন পর্যন্ত এক তরুণের নিহত হওয়ার তথ্য পাওয়া গিয়েছে।
ওয়ারি’র জেলা প্রশাসক মোহাম্মদ ইকবার হোসেন একজন নিহতের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন লেগে যাওয়া বগি থেকে অন্যদের উদ্ধার করতে গিয়ে মারা যান ওই তরুণ।
আজ শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে ট্রেনটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অনেকের দগ্ধ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স-এর স্টেশন অফিসার তালহা বিন জসীম বলেন, “খিলগাঁও ও পোস্তগোলা ফায়ার স্টেশনের ৭টি ইউনিট বর্তমানে আগুন নেভাতে কাজ করছে। আরও একটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।”
ট্রেনটি বেনাপোল থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। কমলাপুর রেলস্টেশনে পৌঁছার কিছুক্ষণ আগে গোপীবাগ কাঁচাবাজারের সামনে ট্রেনটিতে আগুন লাগে।
ট্রেনটির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার অপারেটর সায়েম বলেন, “আমরা কমলাপুর স্টেশনের প্রায় কাছাকাছি ছিলাম। এমন সময় হঠাৎ পোড়া গন্ধ পাই। এরপর এয়ার কন্ডিশনার বন্ধ করে বের হয়ে পড়ি।”
আগুনে ক্ষতিগ্রস্ত বগিগুলোতে বিজিবির সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীদের প্রবেশ করতে দেখা গেছে।
এদিক ঢাকা জেলা রেলওয়ে পুলিশের একটি সূত্র জানিয়েছে, ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এটি নাশকতা নাকি গোলযোগ বিষয়টি যাচাই করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।