ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কেন্দ্রে ভোটার উপস্থিতি নেই : ইসি আহসান হাবীব

নিউজ ডেস্ক:-
  • আপডেট সময় ১২:৩২:২১ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
  • / ১৬৯ বার পড়া হয়েছে

নির্বাচনে ৩৫ থেকে ৪০ শতাংশ ভোট হতে পারে এমন ‘কাল্পনিক’ ধারণা করলেও সকাল থেকে এই পর্যন্ত ভোটার উপস্থিতি আশানুরূপ নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আহসান হাবীব খান।

রোববার সকালে ঢাকা-১৮ আসনের উত্তরা হাই স্কুল কেন্দ্র ঘুরে তিনি এই কথা জানান। এর আগে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেন তিনি।

উত্তরা হাই স্কুল এন্ড কলেজের ৬নং কেন্দ্রে প্রথম এক ঘন্টায় মাত্র ৩টি ভোট হয়েছে, ভোটারের উপস্থিতি জানতে চাইলে ইসি আহসান হাবীব বলেন, এখনো বলার মত সুযোগ হয় নাই। শীতের সকাল আর বিশেষ করে এই এলাকা একটু এলিট এলাকা। তাই তারা হয়তো ঘুম থেকে একটু দেরিতে ওঠে। আমরা মনে করি বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা ধীরে ধীরে বাড়বে।

ভোটের পরিবেশের ব্যাপারে তিনি বলেন, সকাল থেকে বেশ কয়েকটা কেন্দ্র ঘুরেছি। সেখানের পরিবেশ ছিল অভূতপূর্ব। খুবই সুন্দর পরিবেশ বিরাজ করছে যাতে নির্বিঘ্নে, নির্দ্বিধায় ভোটার ভোটকেন্দ্রে আসতে পারে এবং ভোট প্রদান করতে পারে। আমি পোলিং এজেন্টদের সাথে কথা বলেছি, প্রিজাইডিং অফিসারদের সাথে কথা বলেছি। এত সুন্দর পরিবেশ দেখতে পেরে সবাই খুশি। তারা ভাবছে এমন একটা পরিবেশ সৃষ্টি করবে যেটা অতীতে দেখে নাই কেউ।

নিউজটি শেয়ার করুন

কেন্দ্রে ভোটার উপস্থিতি নেই : ইসি আহসান হাবীব

আপডেট সময় ১২:৩২:২১ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪

নির্বাচনে ৩৫ থেকে ৪০ শতাংশ ভোট হতে পারে এমন ‘কাল্পনিক’ ধারণা করলেও সকাল থেকে এই পর্যন্ত ভোটার উপস্থিতি আশানুরূপ নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আহসান হাবীব খান।

রোববার সকালে ঢাকা-১৮ আসনের উত্তরা হাই স্কুল কেন্দ্র ঘুরে তিনি এই কথা জানান। এর আগে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেন তিনি।

উত্তরা হাই স্কুল এন্ড কলেজের ৬নং কেন্দ্রে প্রথম এক ঘন্টায় মাত্র ৩টি ভোট হয়েছে, ভোটারের উপস্থিতি জানতে চাইলে ইসি আহসান হাবীব বলেন, এখনো বলার মত সুযোগ হয় নাই। শীতের সকাল আর বিশেষ করে এই এলাকা একটু এলিট এলাকা। তাই তারা হয়তো ঘুম থেকে একটু দেরিতে ওঠে। আমরা মনে করি বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা ধীরে ধীরে বাড়বে।

ভোটের পরিবেশের ব্যাপারে তিনি বলেন, সকাল থেকে বেশ কয়েকটা কেন্দ্র ঘুরেছি। সেখানের পরিবেশ ছিল অভূতপূর্ব। খুবই সুন্দর পরিবেশ বিরাজ করছে যাতে নির্বিঘ্নে, নির্দ্বিধায় ভোটার ভোটকেন্দ্রে আসতে পারে এবং ভোট প্রদান করতে পারে। আমি পোলিং এজেন্টদের সাথে কথা বলেছি, প্রিজাইডিং অফিসারদের সাথে কথা বলেছি। এত সুন্দর পরিবেশ দেখতে পেরে সবাই খুশি। তারা ভাবছে এমন একটা পরিবেশ সৃষ্টি করবে যেটা অতীতে দেখে নাই কেউ।