ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভোট কিনতে সঙ্গে ১ লাখ ৮০ হাজার টাকা, দুজনকে কারাদণ্ড

নিউজ ডেস্ক:-
  • আপডেট সময় ০২:১৪:২২ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
  • / ১৯৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভোট কেনার চেষ্টার অভিযোগে দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগম এ সাজা দেন।

অভিযুক্তরা হলেন, সবুজ ও নাঈম। তারা নারায়ণগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার সমর্থক ছিলেন। তাদের দুজনকেই ২ বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

অভিযোগ সূত্রে জানা গেছে, রূপগঞ্জের আগারপাড়া এলাকায় কেটলি মার্কার পক্ষে অভিযুক্তরা অবস্থান করছিল। তাদের প্রত্যেকের কাছে ৯০ হাজার টাকা ছিল। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ তাদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে তাদের দুজনের কাছে থাকা ১ লাখ ৮০ টাকা কেটলি প্রতীকে ভোটদানের জন্য ভোটারদের অবৈধভাবে প্রভাবিত করতে বিতরণ করতেন।

নিউজটি শেয়ার করুন

ভোট কিনতে সঙ্গে ১ লাখ ৮০ হাজার টাকা, দুজনকে কারাদণ্ড

আপডেট সময় ০২:১৪:২২ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভোট কেনার চেষ্টার অভিযোগে দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগম এ সাজা দেন।

অভিযুক্তরা হলেন, সবুজ ও নাঈম। তারা নারায়ণগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার সমর্থক ছিলেন। তাদের দুজনকেই ২ বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

অভিযোগ সূত্রে জানা গেছে, রূপগঞ্জের আগারপাড়া এলাকায় কেটলি মার্কার পক্ষে অভিযুক্তরা অবস্থান করছিল। তাদের প্রত্যেকের কাছে ৯০ হাজার টাকা ছিল। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ তাদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে তাদের দুজনের কাছে থাকা ১ লাখ ৮০ টাকা কেটলি প্রতীকে ভোটদানের জন্য ভোটারদের অবৈধভাবে প্রভাবিত করতে বিতরণ করতেন।