ভোটারের অপেক্ষায় থাকতে থাকতে কেন্দ্রেই ঘুমিয়ে পড়েছেন পোলিং অফিসার
- আপডেট সময় ০২:২১:২২ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
- / ১৯৪ বার পড়া হয়েছে
দ্বাদশ সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনে ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। শ্রীপুরে গোসিংগা ইউনিয়নের গোসিংগা উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে ভোটার নেই। সেখানে একটি নারী কেন্দ্রে ভোটারের অপেক্ষায় থাকতে থাকতে ভোট কক্ষেই ঘুমিয়ে পড়েছেন এক পোলিং অফিসার।
ভোট চলাকালে রোববার দুপুর ১২ টা ৫০ মিনিটে গোসিংগা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের মহিলা ভোট কেন্দ্রের ৪ নং কক্ষে পোলিং অফিসারের দায়িত্বগত উপজেলার বরমী ইউনিয়নের নিমাইচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজমা খাতুনকে বেঞ্চের ওপর মাথা রেখে ঘুমাতে দেখা যায়।
ঘুমানোর কারণ জানতে চাইলে নাজমা খাতুন বলেন, ভোটার কম তাই মনের অজান্তে কখন ঘুমিয়ে গেছি জানা নেই।
কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার প্রহলাদপুর স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আনিছুর রহমান বলেন, আমরা সবাই ভোট কেন্দ্রে সঠিকভাবে দায়িত্ব পালন করছি। তবে কে কখন মনের অজান্তে ঘুমিয়ে পড়ে সেটা আমার জানা নেই।
উল্লেখ্য, এই কেন্দ্রে মোট ভোটার ৩৩০৬ জন। দুপুর ১২টা পর্যন্ত এ কেন্দ্রে ভোট পরেছে ৪৪৬টি।