ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু র্যাবের হাতে গ্রেফতার
- আপডেট সময় ০৮:০৪:১০ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
- / ২৪৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ছাত্র সংগঠন ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসুকে (৪০) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার দুপুরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
বাপ্পাদিত্য বসু একাধিক অর্থঋণের মামলায় তিন বছর সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
বুধবার সন্ধ্যায় র্যাব-১০ উপপরিচালক (অপ্স অফিসার) আমিনুল ইসলাম যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে বাপ্পাদিত্যকে গ্রেফতার করা হয়েছে।
র্যাবের এই কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজাপ্রাপ্ত আসামি বাপ্পাদিত্য একাধিক অর্থঋণের মামলায় পলাতক থাকার কথা স্বীকার করেছেন। মামলা রুজুর পর থেকেই তিনি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে থাকতেন। গ্রেফতারের পর বাপ্পাদিত্যকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে