রাজশাহীতে বাসের ধাক্কায় শিশুসহ ২ জন নিহত

নিউজ ডেস্ক:-
- আপডেট সময় ০৩:৫২:৫২ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪
- / ৪৮৭ বার পড়া হয়েছে
রাজশাহীর মোহনপুরে বাসের শিশুসহ ধাক্কায় ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
নিহতরা হলেন— ভ্যানচালক সিরাজুল ইসলাম (৫০) এবং ভ্যানের আরোহী শিশু আব্দুল্লাহ (১২)। আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের আত্মীয়রা জানান, বাগমারার ভবানীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাস রাজশাহীর দিকে যাচ্ছিল। এ সময় সইপাড়া এলাকায় এসে পৌঁছালে বাসটি একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হয়েছেন আরও দুজন। আহতরা হলেন— নিহত শিশুর বাবা কুদ্দুস এবং তার বোন নাফিজা।
পুলিশ জানায়, বাসটির চালক ও সহকারী পালিয়ে গেছে। তবে বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মোহনপুর থানায় একটি মামলা হচ্ছে।