সড়ক দুর্ঘটনায় ২ জেলায় ৪ জন নিহত
- আপডেট সময় ০৬:৪৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
- / ২৩৩ বার পড়া হয়েছে
ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকের চাকায় পিস্ট হয়ে মা-মেয়েসহ ৩জন নিহত হয়েছেন। উপজেলার ভাবকীর মোড় এলাকার চেরুমন্ডলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সোমবার দুপুর ১ টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মানকোন ইউনিয়নের বিনোদবাড়ী গ্রামের নজরুল ইসলামের শিশুকন্যা আদিবা(৩) এবং তার স্ত্রী হাসিনা (৪০) এবং দাওগাঁও ইউপির ঘোরশাইল গ্রামের অশ্বিণী চন্দ্র দাসের ছেলে মৃনাল চন্দ্র দাস (৬০)। সবাই মুক্তাগাছা উপজেলার স্থানীয় বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি খালি ট্রাক (টাঙ্গাইল-ট-০২-০৪৯২) উপজেলার ভাবকীর মোড়ের চেরুমন্ডল এলাকার নির্মাণাধীন কালভার্টের ডাইভারশনের কাছে পৌঁছনো মাত্র বিপরীত দিক থেকে ছুটে আসে একটি অটোরিকশাকে চাপা দেয়।
এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুসহ তিন যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে অটোরিকশা চালক ও ২ যাত্রীকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসা তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এদিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। এঘটনায় আরও এক যুবক গুরুতর আহত হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
আহত যুবক শহিদুল আমিন (তানিব) কক্সবাজার সদরের ইসলামাবাদ এলাকার বাসিন্দার। তিনি কক্সবাজার
পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী বলে জানা গেছে।