চট্টগ্রামে ট্রাকচাপায় তিন বন্ধুর মৃত্যু

নিউজ ডেস্ক:-
- আপডেট সময় ০৬:৫৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
- / ২৭২ বার পড়া হয়েছে
চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকচাপায় ৩ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মুহাম্মদ এরফান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, আফসার উদ্দিন, মো. জোবায়ের এবং মো. জাহেদ। এদের মধ্যে আফসার ও জোবায়েরের বাড়ি লোহাগাড়ার আধুনগর ও জাহেদের বাড়ি রাঙ্গুনীয়া। তাঁরা তিনজনই বন্ধু ছিলেন।
পুলিশ কর্মকর্তা খান মুহাম্মদ এরফান জানান, সোমবার দুপুরে পদুয়া নয়াপাড়ায় মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। তাঁরা তিনজনই বন্ধু ছিলেন।
নিহতদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।