পুরুষ হতে গিয়ে জানলেন তিনি অন্ত্বঃসত্ত্বা
- আপডেট সময় ০৮:৫০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
- / ১২২২ বার পড়া হয়েছে
রূপান্তরকামী পুরুষ হতে গিয়ে অস্ত্রোপচারের জন্য গিয়েছিলেন এক নারী। এ সময়ে তিনি জানতে পারেন যে, তিনি পাঁচ মাসের অন্ত্বঃসত্ত্বা। এমন ঘটনা ঘটেছে ইতালিতে।
মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, রোমের একটি হাসপাতালে মার্কো নামের ওই নারীর জরায়ুর অস্ত্রোপচারের সময় চিকিৎসকেরা জানতে পারেন যে তিনি অন্ত্বঃসত্ত্বা।
স্থানীয় সংবাদমাধ্যম লা রিপাবলিকার প্রতিবেদনে বলা হয়, মারকো ওই শিশুর জন্মদাত্রী হিসেবে পরিচিত হবেন। আর ওই শিশুর বাবা হিসেবেও তাঁর নাম থাকবে। ধারণা করা হচ্ছে, ইতালিতে এ ধরনের ঘটনা এটি প্রথম।
এন্ডোক্রিনোলজিস্ট চিকিৎসক জিউলিয়া সেনোফন্টে সতর্ক করেছেন যে, ওই নারীর মধ্যে থাকা ভ্রূণ ঝুঁকির মধ্যে থাকতে পারে। তাঁর হরমোন থেরাপি অবিলম্বে স্থগিত করা উচিত।
তিনি বলেন, যদি থেরাপি বন্ধ করা অবিলম্বে না হয়, তাহলে এর পরিণতি খারাপ হতে পারে। এই চিকিৎসক জানান, হরমোন থেরাপি মাসিক চক্রকে বাধা দেয়, তবে এটি গর্ভনিরোধক হিসেবে কাজ করে না।