তিনি মেডিকেল ভর্তি কোচিং রেটিনার শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে
মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম তানজিম মুনতাকা
নিউজ ডেস্ক:-
- আপডেট সময় ০৩:৫৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
- / ৩২০ বার পড়া হয়েছে
২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এবার ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন তানজিম মুনতাকা সর্বা। তিনি পেয়েছেন ৯২ দশমিক ৫ নম্বর। তিনি মেডিকেল ভর্তি কোচিং রেটিনার শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।
রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক সামন্ত লাল সেন ফল ঘোষণা করেন। তিনি বলেন, শুক্রবার সকালে দেশের ১৯টি কেন্দ্রের ৪৪টি প্রতিষ্ঠানে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ১ লাখ ৪ হাজার ৩৭৪ শিক্ষার্থী আবেদন করেন। উত্তীর্ণ হয়েছেন ৪৯ হাজার ৯২৩ জন। পাসের হার ৪৭.৮৩ শতাংশ।
ট্যাগস :
মেডিকেল ভর্তি পরীক্ষা