শিডিউল মতো চলছে না মেট্রোরেল
- আপডেট সময় ০২:৫৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৫৮ বার পড়া হয়েছে
সিগন্যাল সিস্টেমে ত্রুটির কারণে আজ বৃহস্পতিবার সকাল থেকে মেট্রোরেল শিডিউল মতো চলছে না বলে জানিয়েছে ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ। সকাল ৮টা ৪২ মিনিটে ডিএমটিসিএলের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম বলেন, ‘আজ সকালে ট্রেন চলাচল শুরু পর চারটি ট্রিপ শেষে এই সমস্যা দেখা দেয়।’
তিনি আরও বলেন, ‘সিগন্যাল সিস্টেমে সমস্যার কারণে মেট্রো চলাচল স্থগিত করা হয়নি। বরং ট্রেন চলাচল বিলম্বিত হচ্ছে।’ এই সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে বলে মনে করেন তিনি।
মেট্রোরেলের যাত্রী শাজাহান খান বলেন, আমি সকাল ৭টা ৩৫ মিনিটে মতিঝিলের দিকে যাওয়ার জন্য পল্লবী স্টেশনে ছিলাম। ট্রেন কিছুটা দেরি করে এসেছিল। ট্রেনটি খুবই ধীরে আসছিল। পল্লবী থেকে স্বাভাবিকভাবে ফার্মগেট স্টেশনে আসে। সেখানে আবার কিছু সময় বিলম্ব হয়।
গতকাল মেট্রোরেলের তারে ঘুড়ি আটকে যাওয়ায় ট্রেন চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল।